দেশের ওপর দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বৃহস্পতিবার আবারও সক্রিয় হয়েছে। এতে সারা দেশে বৃষ্টিও বেড়েছে। বৃষ্টিপাতের এ ধারা অব্যাহত থাকতে পারে দুই-তিন দিন। এ সময় মূলত দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টি বেশি থাকতে পারে।
ঢাকাসহ দেশের চার বিভাগের জন্য ভারি বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। ভারি বর্ষণে চট্টগ্রাম বিভাগে পাহাড়ধসের আশঙ্কার কথা জানিয়েছে অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তর সতর্কবার্তায় জানিয়েছে, সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে আগামী রবিবার সকাল ৮টা পর্যন্ত ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারি (৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতি ভারি (৮৯ মিলিমিটার বা বেশি) বর্ষণ হতে পারে। অতি ভারি বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে।
এদিকে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এর প্রভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা থাকায় চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর এবং কক্সবাজারে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
আগের দিনের তুলনায় গতকাল দেশে বৃষ্টিপাতের ব্যাপ্তি ও পরিমাণ অনেকটাই বেড়েছে।
দেশজুড়ে ছড়িয়ে থাকা আবহাওয়া অধিদপ্তরের ৫১টি পর্যবেক্ষণাগারের মধ্যে ৪৭টি থেকে বৃষ্টির তথ্য মিলেছে। মূলত দক্ষিণে বরিশাল, চট্টগ্রাম, খুলনা এবং উত্তর-পশ্চিমে রাজশাহী বিভাগের কিছু অংশে বৃষ্টি বেশি ছিল।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে নোয়াখালীর হাতিয়ায়, ১১৫ মিলিমিটার। এ ছাড়া পটুয়াখালীর খেপুপাড়ায় ৭৬ মিলিমিটার, খুলনার কয়রায় ৫৮ মিলিমিটার এবং লক্ষ্মীপুরের রামগতিতে ৫২ মিলিমিটার বৃষ্টি ঝরেছে। ঢাকায় এ সময় ১৩ মিলিমিটার বৃষ্টি ঝরেছে।
আগামী কিছু দিনের বৃষ্টিপাতের চিত্র সম্পর্কে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক গতকাল কালের কণ্ঠকে বলেন, ‘আগামী দুই দিন মূলত দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টি বেশি থাকতে পারে। আগামী ২৪ বা ২৫ আগস্ট সাগরে একটি লঘুচাপ হতে পারে। তখন আবার বৃষ্টি বাড়তে পারে।’
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশির ভাগ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেলে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।
Leave a Reply