free tracking

শেষ হলো ভারত বনাম বাংলাদেশের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচ, জানুন ফলাফল!

আজ শুক্রবার (২২ আগস্ট) বিকেল ৩টায় শুরু হওয়া SAFF অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে ভারত ও বাংলাদেশের মধ্যকার বহুল প্রতীক্ষিত ম্যাচ শেষ হয়েছে। ভারত ২-০ গোলে জয় তুলে নিয়েছে। পুরো ম্যাচ জুড়ে আধিপত্য দেখিয়ে বাংলাদেশকে খুব একটা সুযোগই দেয়নি তারা।

ম্যাচের গোলের ধারা

১৪ মিনিটে প্রথম গোল: ম্যাচের শুরুতে ভারত আক্রমণে উঠেই লিড নেয়। বাংলাদেশের রক্ষণভাগের দুর্বলতা কাজে লাগিয়ে এগিয়ে যায় তারা।

৭৫ মিনিটে দ্বিতীয় গোল: দ্বিতীয়ার্ধে আবারও আক্রমণ সাজিয়ে জালের দেখা পায় ভারত, ব্যবধান দ্বিগুণ করে নেয়।

বাংলাদেশের প্রতিরোধ ব্যর্থ: মাঝেমধ্যে কিছু আক্রমণ সাজালেও গোলের দেখা পায়নি লাল-সবুজের মেয়েরা। ভারতের দৃঢ় ডিফেন্স ভাঙা কঠিন হয়ে পড়ে।

ম্যাচের চিত্র

পুরো ম্যাচে আক্রমণ ও বল দখলে ভারতই ছিল এগিয়ে। বাংলাদেশ চেষ্টা করলেও প্রতিপক্ষের আধিপত্যের কাছে তাদের লড়াই যথেষ্ট হয়নি। ফলে নির্ধারিত ৯০ মিনিট ও যোগ করা সময় মিলিয়েও গোল শোধ করতে পারেনি দলটি।

টুর্নামেন্টের প্রেক্ষাপট

বাংলাদেশ, ভারত, ভুটান ও নেপাল—এই চারটি দল নিয়ে চলছে এবারের SAFF অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপ। ডাবল লিগ পদ্ধতিতে প্রতিটি দল একে অপরের সঙ্গে দুটি করে ম্যাচ খেলবে। সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দলই হবে চ্যাম্পিয়ন।

বাংলাদেশ প্রথম ম্যাচে স্বাগতিক ভুটানকে ৩-১ গোলে হারিয়ে দুর্দান্ত সূচনা করলেও ভারতের বিপক্ষে হার তাদের এগিয়ে যাওয়ার পথে ধাক্কা দিলো। অন্যদিকে, এই জয়ে শিরোপার দৌড়ে আরও দৃঢ় হলো ভারত।

সরাসরি সম্প্রচার

পুরো টুর্নামেন্টের ম্যাচগুলো লাইভ দেখা যাচ্ছে ইউটিউবের “Sportzworkz” চ্যানেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *