free tracking

আপন ছোট ভাইকে বাঁচাতে নিজের কিডনি দিয়ে দিলেন বড় বোন!

পিরোজপুরের মঠবাড়িয়ায় আপন বড় বোন অসুস্থ ছোট ভাইকে নিজের কিডনি দিয়ে জীবন বাঁচিয়ে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। উপজেলার ধানীসাফা এলাকার স্থানীয় ইউপি সদস্য হাসিনা বেগম (৪৫) গত মঙ্গলবার (১৯ আগস্ট) দিবাগত রাতে নিজের একটি কিডনি ছোট ভাই হাসান বিশ্বাসের (৩৮) দেহে প্রতিস্থাপন করে এই মানবতার দৃষ্টান্ত স্থাপন করেন।

জানা গেছে, ছোট ভাই হাসান বিশ্বাস গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসা নিতে গেলে চিকিৎসকরা জানান, তার দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। দ্রুত কিডনি প্রতিস্থাপন ছাড়া তাকে বাঁচানো সম্ভব নয়। পরিবারের সদস্যরা অনেক চেষ্টা করেও কিডনির ব্যবস্থা করতে না পারায়, বড় বোন হাসিনা বেগম নিজেই একটি কিডনি দেওয়ার সিদ্ধান্ত নেন।

মঙ্গলবার (১৯ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে ঢাকার শ্যামলীস্থ সিকেডি অ্যান্ড ইউরোলজি হাসপাতালে অধ্যাপক ডা. মো. কামরুল ইসলামের নেতৃত্বে সফলভাবে কিডনি প্রতিস্থাপন করা হয়। দুই সন্তানের জননী হাসিনা বেগম মঠবাড়িয়া উপজেলার ধানীসাফা ইউনিয়নের লিটন মিয়ার স্ত্রী ও স্থানীয় ইউপি সদস্য।

কিডনি দানকারী বড় বোন হাসিনা বেগম বলেন, “আমার ছোট ভাই হাসানের দুটি কিডনি অকেজো হয়ে যাওয়ার পর পরিবারের কেউ কিডনি দিতে পারছিল না। আমি সিদ্ধান্ত নিই, আমার একটি কিডনি দিয়ে ভাইকে বাঁচাব। আজ সে সুস্থ, এটা আমার জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্ত। সকলের কাছে দোয়া চাই।”

হাসিনা বেগমের স্বামী ও মঠবাড়িয়া উপজেলার ধানীসাফা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক লিটন বিষয়টি নিশ্চিত করে বলেন, “সাত মাস আগে শ্যালক হাসান বিশ্বাসের কিডনির সমস্যা ধরা পড়ে। চিকিৎসক জানান, তার দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। তখন আমার স্ত্রী হাসিনা কিডনি দিতে চায়। আমি তাকে সমর্থন দেই। আমার স্ত্রী একজন ভাই-বোনের ভালোবাসার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। বর্তমানে দুজনেই সুস্থ আছেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *