free tracking

ডাকসু নির্বাচনে নাটকীয় মোড়: দল ছাড়লেন হাসিব!

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের (বাগছাস) প্যানেল থেকে সরে দাঁড়িয়েছেন সংগঠনটির ঢাবি শাখার মুখ্য সংগঠক মো. হাসিবুল ইসলাম। তিনি এবার সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিষয়টি নিশ্চিত করেছেন হাসিব নিজেই।

সূত্র জানায়, শুরুতে বাগছাসের প্যানেলে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে মনোনয়ন পেলেও শেষ মুহূর্তে তিনি প্যানেল থেকে সরে দাঁড়ান। প্যানেল গঠন নিয়ে সংগঠনের অভ্যন্তরে তৈরি হওয়া অসন্তোষ থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

হাসিবুল ইসলাম বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। সরকার পতনের পর গঠিত নতুন ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্রসংসদ–এর ঢাবি শাখার মুখ্য সংগঠকের দায়িত্ব পালন করছেন তিনি।

ইতোমধ্যে তিনি নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। সেখানে উল্লেখ করা হয়,“আগামী বছরের সেপ্টেম্বরের আগেই ডাকসু নির্বাচন ২০২৬ আদায় করব এবং এটি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডারে স্থায়ীভাবে অন্তর্ভুক্ত করব। এ লক্ষ্যে গঠন করব পলিসি ফোরাম এবং রাজপথে চলবে আন্দোলন।”

ইশতেহারে আরও বলা হয়—“জুলাইয়ের গণ-অভ্যুত্থানে যেসব শিক্ষক গণহত্যার বৈধতা দিয়েছেন, তাদের বিচারের আওতায় আনা হবে। হামলাকারী ছাত্রলীগের একটি নিরপেক্ষ তালিকা তৈরি করে বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হবে। সর্বোপরি, গণহত্যাকারী আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ দেওয়া হবে না—সেজন্য চলবে সচেতনতামূলক ক্যাম্পেইন ও ছাত্র আন্দোলন।”

জানা গেছে, হাসিবুল ইসলাম দুইটি পদে মনোনয়ন জমা দিয়েছেন—একটি এজিএস, অন্যটি মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে। তবে শেষ পর্যন্ত তিনি এজিএস পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *