ভারতের জম্মু-কাশ্মীরের প্রতিভাবান ক্রিকেটার ফারিদ হুসেন সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। স্থানীয় সময় শনিবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মাত্র কয়েক দিন আগে ঘটে যাওয়া দুর্ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
কীভাবে ঘটল দুর্ঘটনা?
গত ২০ আগস্ট স্কুটার চালিয়ে যাচ্ছিলেন ফারিদ হুসেন। রাস্তার পাশে একটি গাড়ি দাঁড় করানো ছিল। হুসেন স্কুটার নিয়ে গাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন, এমন সময় গাড়ির ভেতরে থাকা একজন হঠাৎ দরজা খুলে দেন। মুহূর্তেই দরজার সঙ্গে ধাক্কা লাগে হুসেনের স্কুটারের।
ধাক্কার পর ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কিন্তু মাথায় গুরুতর আঘাত পাওয়ায় শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো যায়নি।
তদন্তে নেমেছে পুলিশ
দুর্ঘটনার ঘটনাটি আশপাশের একটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। ফুটেজ ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেই সূত্র ধরে তদন্ত শুরু করেছে জম্মু-কাশ্মীর পুলিশ।
কাশ্মীরের ক্রিকেটে ক্ষতি
ফারিদ হুসেনকে কাশ্মীরের অন্যতম প্রতিভাবান তরুণ ক্রিকেটার হিসেবে বিবেচনা করা হতো। অল্প বয়সেই তিনি স্থানীয় লিগে নজর কেড়েছিলেন এবং ভবিষ্যতে জাতীয় দলে খেলার স্বপ্ন দেখছিলেন। তার অকাল মৃত্যু কাশ্মীরি ক্রিকেটের জন্য বড় ক্ষতি হিসেবে দেখা হচ্ছে।খেলাধুলার উপহার আইটেম
Leave a Reply