free tracking

ক্ষমা চেয়ে আবেদন উমামা ফাতেমার!

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেলের সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী উমামা ফাতেমা রোববার রাতে রোকেয়া হলে নিয়মবহির্ভূতভাবে অবস্থানের অভিযোগে হল প্রশাসনের কাছে ক্ষমা চেয়ে আবেদন করেছেন।

সোমবার (২৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এক পোস্টে তিনি এ তথ্য জানান।

আবেদনপত্রে উমামা লিখেছেন, বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী এক হলের ছাত্রী অন্য হলে অবস্থান করতে পারেন না। দীর্ঘদিন মানসিক ও শারীরিক চাপে থাকায় তিনি রোকেয়া হলে এক বান্ধবীর সঙ্গে রাত ১০টার আগে প্রবেশ করেছিলেন। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রচার করা হচ্ছে, তিনি রাত দেড়টায় হলে প্রবেশ করেছেন—যা সম্পূর্ণ বানোয়াট ও বিভ্রান্তিকর। নিয়ম ভঙ্গ করে হলে অবস্থান করার জন্য তিনি দুঃখ প্রকাশ করেন।

তিনি আরও উল্লেখ করেন, কোনো ধরনের নির্বাচনী প্রচারণার উদ্দেশ্যে তিনি হলে যাননি। রাত সাড়ে ৩টার দিকে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর বিষয়টি জানতে পেরে তিনি নিজেই হল প্রাধ্যক্ষকে ফোন করে নিয়ম ভঙ্গের দায় স্বীকার করেন।

আবেদনপত্রে উমামা ছাত্রীদের যাতায়াত সহজ করতে বিশেষ অনুমতিসাপেক্ষে বিশ্ববিদ্যালয় বা হলের পরিচয়পত্র প্রদর্শনের মাধ্যমে এক হলের শিক্ষার্থীকে অন্য হলে প্রবেশের অনুমতি দেওয়ার অনুরোধও জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী, কোনো ছাত্রী নিজের হল ছাড়া অন্য হলে প্রবেশ করতে পারেন না। এমনকি বৈধ পরিচয়পত্র থাকলেও নয়। এ ছাড়া রাত ১০টার পর হলে প্রবেশ নিষিদ্ধ, তবে বিশেষ পরিস্থিতিতে অনুমতি নিয়ে রাত ১২টার মধ্যে প্রবেশ করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *