কর্মব্যস্ত জীবনে ছুটি যেন চাকরিজীবীদের জন্য স্বস্তির নিঃশ্বাস। দীর্ঘ কর্মঘণ্টা ও ব্যস্ত রুটিনের মাঝে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিকে চেয়ে থাকেন বহু মানুষ। ২০২৫ সালের সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, বছরের শেষ চার মাসে চাকরিজীবীরা আরও পাঁচ দিনের ছুটি উপভোগ করতে পারবেন।
চাকরিজীবীরা এ বছর বেশ কয়েকটি বড় ছুটি কাটিয়েছেন। তাদের জন্য আরও ৫দিনের ছুটি অপেক্ষা করছে। এর মধ্যে চারটি সাধারণ ছুটি এবং একটি নির্বাহী আদেশে ঘোষিত ছুটি রয়েছে। কিছু ছুটি পড়েছে বৃহস্পতিবারে, ফলে টানা তিন দিনের ছুটির সুযোগও তৈরি হচ্ছে।
বাকি ছুটির তালিকা (সেপ্টেম্বর-ডিসেম্বর):
সাধারণ ছুটি পড়েছে, জাতীয় চাঁদ দেখা কমিটির সভার সিদ্ধান্ত অুনযায়ী ঈদ-ই-মিলাদুন্নবী (৬ সেপ্টেম্বর, শনিবার), দুর্গাপূজা (১ অক্টোবর-বুধবার ও ২ অক্টোবর-বৃহস্পতিবার), বিজয় দিবস (১৬ ডিসেম্বর, মঙ্গলবার) এবং যিশুখ্রিস্টে জন্মদিন বা বড়দিন (২৫ ডিসেম্বর, বৃহস্পতিবার)।
এর মধ্যে ১ অক্টোবর তারিখটি নির্বাহী আদেশে ছুটি হিসেবে ধরা হবে। দুর্গাপূজায় একদিন নির্বাহী আদেশে ছুটিসহ দুই দিনের সরকারি ছুটি থাকছে। যেহেতু এর সঙ্গে সপ্তাহ শেষে শুক্র ও শনিবার যুক্ত হবে, ফলে অনেকেই চার দিনের টানা ছুটি উপভোগ করতে পারবেন।
বছরের শেষ প্রান্তে থাকা এই পাঁচটি সরকারি ছুটি নিয়ে ইতোমধ্যেই চাকরিজীবীদের মাঝে আগ্রহ দেখা যাচ্ছে। অনেকে এখনই পরিকল্পনা করছেন, কীভাবে এই সময়গুলোকে কার্যকরভাবে কাজে লাগানো যায়।
উল্লেখ্য, চাকরিজীবীরা এ বছর সবচেয়ে দীর্ঘ ছুটি কাটিয়েছেন দুই ঈদে। যেমন- ঈদুল ফিতরে: ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন এবং ঈদুল আজহায়: ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিন।
Leave a Reply