free tracking

‘মটু’ বলে শাকিবের ঠাট্টা, মোক্ষম জবাব দিলেন অপু বিশ্বাস!

চিত্রনায়িকা অপু বিশ্বাস ও মেগাস্টার শাকিব খানের দাম্পত্য জীবন ভেঙে গেলেও তাদের একমাত্র সন্তান আব্রাম খান জয়কে ঘিরে এখনো কিছুটা সংযোগ রয়ে গেছে। সুযোগ পেলে দেখা হয়, কথা হয়— এমনকি সন্তানের সঙ্গে সময় কাটাতেও এক সময় দুইজনকে একসঙ্গে দেখা গিয়েছিল যুক্তরাষ্ট্রে।

সম্প্রতি এক পডকাস্টে সেই সময়ের কিছু স্মৃতি শেয়ার করেছেন অপু বিশ্বাস। জানিয়েছেন, কীভাবে শাকিবের একটি কথায় তিনি নিজের ওজন কমাতে অনুপ্রাণিত হয়েছিলেন।

অপু বলেন, অনেক মজার স্মৃতি আছে। একটা ঘটনা বলি—একবার আমরা সেন্ট্রাল পার্কে ঘোড়ায় চড়তে গিয়েছিলাম। জয় আইসক্রিম খেতে চাইলে আমি সেটা আনতে যাই। ফিরে এসে দেখি, জয় আর তার বাবা (শাকিব) ঘোড়ায় উঠে গেছে। আমি তখন দৌড়ে গিয়ে বললাম, ‘এই আমাকে নেবে না?’

তিনি আরও জানান, সেই মুহূর্তে একটি ভিডিও ধারণ করেন শাকিব নিজেই। “ভিডিওতে দেখা যায় আমি দৌড়ে আসছি আর চুল ঠিক করছি। পরে লোকেরা আমাকে ঘোড়ায় তুলে দেয়। আমি শাকিবকে জিজ্ঞেস করলাম, ‘তুমি এমন করলে কেন?’ তখন ও মজা করে বলল, ‘ইচ্ছা করে করেছি। তুমি দৌড় দিলে আমার ভালো লাগে।’ এরপর বলল, ‘দৌড়াও, মোটাটা একটু কমবে।’

অপু বিশ্বাস বলেন, “শাকিব আমাকে মাঝে মাঝে ‘মটু’ বলে মজা করত। তখন সত্যিই একটু ভারী ছিলাম। কিন্তু এখন আর সেই সুযোগ নেই, কারণ আমি শুকিয়ে গেছি।”

এ কথাগুলোর মধ্য দিয়ে অপু বিশ্বাসের কণ্ঠে প্রকাশ পেয়েছে পুরনো সম্পর্কের উষ্ণতা, সম্মান এবং স্মৃতির প্রতি এক ধরনের ইতিবাচক দৃষ্টিভঙ্গি, যা ভক্তদের হৃদয় ছুঁয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *