চাকরিজীবীদের জন্য বছরের শেষভাগে আসছে বাড়তি আনন্দ। ২০২৫ সালের সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী ডিসেম্বরেই মিলছে একটানা তিন দিনের বিরল ছুটি। এতে কর্মব্যস্ত মানুষরা পাবেন বিশ্রাম, ভ্রমণ কিংবা প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর দুর্দান্ত সুযোগ।
কবে থেকে ছুটি?
২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার): যিশুখ্রিস্টের জন্মদিন বা বড়দিন উপলক্ষে সরকারি ছুটি।
২৬ ডিসেম্বর (শুক্রবার): সাপ্তাহিক ছুটি।
২৭ ডিসেম্বর (শনিবার): সাপ্তাহিক ছুটি।
অর্থাৎ ২৫ থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত টানা তিন দিনের ছুটি উপভোগ করতে পারবেন সরকারি চাকরিজীবীরা।
বছরের শেষভাগে বাড়তি আনন্দ
বছরের শেষ দিকে এই বিরল টানা ছুটি অনেককে ভ্রমণের পরিকল্পনায় উৎসাহিত করবে। কেউ কেউ বেছে নেবেন প্রিয়জনদের সঙ্গে সময় কাটানো বা বিশ্রামের সুযোগ। আর এ ছুটি কর্মজীবীদের নতুন বছরে আরও সতেজভাবে কাজে ফেরার অনুপ্রেরণা যোগাবে।
২০২৫ সালে আর কী কী ছুটি আসছে?
৬ সেপ্টেম্বর (শনিবার): ঈদ-ই-মিলাদুন্নবী
১ অক্টোবর (বুধবার): দুর্গাপূজা (নির্বাহী আদেশে ছুটি)
২ অক্টোবর (বৃহস্পতিবার): দুর্গাপূজা (সাধারণ ছুটি)
১৬ ডিসেম্বর (মঙ্গলবার): মহান বিজয় দিবস
২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার): যিশুখ্রিস্টের জন্মদিন বা বড়দিন
সারসংক্ষেপ
২০২৫ সালের সরকারি ছুটির মধ্যে ডিসেম্বরের তিন দিনের টানা ছুটি নিঃসন্দেহে চাকরিজীবীদের জন্য বড় প্রাপ্তি। বছরের শেষভাগে পাওয়া এই বিরতি নতুন বছরকে আরও প্রাণবন্ত করে তুলবে।
Leave a Reply