রাজশাহীর মোহনপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন সেনাবাহিনীর ৮ সদস্য। মঙ্গলবার (২৬ আগস্ট) ভোর ৫টার দিকে উপজেলা সদরের মডেল টাউন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সেনাবাহিনীর একটি গাড়িকে পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক সজোরে ধাক্কা দিলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে পড়ে। একই সঙ্গে ট্রাকটিও উল্টে যায়। এতে গাড়িতে থাকা সেনাসদস্যরা গুরুতর আহত হন।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আহত সেনাসদস্যদের দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এ ঘটনায় সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী এলাকায় নিরাপত্তা জোরদার করেছে। তবে ট্রাকচালককে আটক করা হয়েছে কি না, সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।
Leave a Reply