free tracking

৩ দফা দাবিতে ঢাকার পথে শিক্ষার্থীদের লং মার্চ আজ: দেশজুড়ে উত্তাল আন্দোলন!

বাংলাদেশের প্রকৌশল খাতের ন্যায্য দাবি আদায়ে আজ শুরু হচ্ছে ঐতিহাসিক কর্মসূচি ‘লং মার্চ টু ঢাকা’। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থীদের নেতৃত্বে সারাদেশের প্রকৌশলীরা আজ বুধবার (২৭ আগস্ট) সকাল ১০টা থেকে শাহবাগে সমবেত হবেন।

গতকাল মঙ্গলবার (২৬ আগস্ট) টানা পাঁচ ঘণ্টা শাহবাগ মোড় অবরোধ করে রাখার পর রাতে এই কর্মসূচির ঘোষণা দেন প্রকৌশলী অধিকার আন্দোলনের সভাপতি এম ওয়ালীউল্লাহ। তিনি জানান, প্রকৌশলীদের মর্যাদা, সঠিক নিয়োগ প্রক্রিয়া এবং ভুয়া প্রকৌশলীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

আন্দোলনের সাধারণ সম্পাদক সাকিবুল হক লিপু জানিয়েছেন, এ লং মার্চে সারাদেশের প্রকৌশল ও বিজ্ঞান-প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যোগ দেবেন। এতে ইঞ্জিনিয়ারদের স্বপ্ন, অধিকার ও পেশাগত নিরাপত্তা তুলে ধরা হবে।

শিক্ষার্থীদের ৩ দফা দাবি:

নবম গ্রেডে (সহকারী প্রকৌশলী) নিয়োগে লিখিত পরীক্ষা বাধ্যতামূলক করা এবং ন্যূনতম বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী ছাড়া কেউ এই পদে প্রবেশ করতে পারবে না। কোটার মাধ্যমে কিংবা সমমান পদ সৃষ্টি করে পদোন্নতি দেওয়া যাবে না।

দশম গ্রেডে (উপ-সহকারী প্রকৌশলী) নিয়োগ পরীক্ষা উন্মুক্ত করা – যাতে ডিপ্লোমা ও বিএসসি ডিগ্রিধারী উভয়েই সমানভাবে অংশ নিতে পারেন।

ভুয়া প্রকৌশলীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ ও নন-অ্যাক্রিডেট কোর্সগুলো আইইবি-বিএইটিই এর অধীনে আনা।

শিক্ষার্থীদের দাবি অনুযায়ী, প্রকৌশলীদের ন্যায্য যোগ্যতা নির্ধারণ ছাড়া উন্নত বাংলাদেশ গড়া সম্ভব নয়। আন্দোলনকারীরা মনে করছেন, এটি কেবল প্রকৌশলীদের স্বার্থ নয়, বরং দেশের প্রযুক্তি ও উন্নয়নের ভবিষ্যতের সঙ্গেও সরাসরি যুক্ত।

শেষ পর্যন্ত সরকারের পক্ষ থেকে আশ্বাস না আসা পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানিয়েছেন আয়োজকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *