free tracking

সরকারি চাকরিজীবীদের জন্য আরও দুটি লম্বা ছুটি ঘোষণা, মিলবে টানা চার দিন ছুটি!

২০২৫ সালকে বলা হচ্ছে সরকারি চাকরিজীবীদের জন্য ছুটির বছর। ইতোমধ্যেই ঈদুল ফিতর ও ঈদুল আজহায় টানা ৯ ও ১০ দিনের ছুটি উপভোগ করেছেন তারা। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে আরও দুটি লম্বা ছুটি।

সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, চলতি বছরের শেষ চার মাসে আরও পাঁচ দিন সরকারি ছুটি আছে। এর মধ্যে চার দিন সাধারণ ছুটি এবং একদিন নির্বাহী আদেশে ছুটি। ফলে সেপ্টেম্বরে ও ডিসেম্বরে সরকারি চাকরিজীবীরা পাবেন টানা লম্বা ছুটির স্বাদ।

ছুটির তালিকা:

১. ঈদ-ই-মিলাদুন্নবী – ৬ সেপ্টেম্বর (শনিবার)২. দুর্গাপূজা – ১ অক্টোবর (বুধবার, নির্বাহী আদেশে ছুটি) ও ২ অক্টোবর (বৃহস্পতিবার, সাধারণ ছুটি)৩. বিজয় দিবস – ১৬ ডিসেম্বর (মঙ্গলবার)৪. বড়দিন – ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার)

এর মধ্যে দুর্গাপূজার ছুটিই সবচেয়ে বড়। ১ ও ২ অক্টোবর ছুটি থাকায় সঙ্গে শুক্র ও শনিবার মিলে টানা চার দিনের ছুটি কাটাতে পারবেন সরকারি চাকরিজীবীরা।

ডিসেম্বর মাসেও অপেক্ষা করছে আরেকটি লম্বা ছুটি। বড়দিন উপলক্ষে ২৫ ডিসেম্বর সরকারি ছুটি, সঙ্গে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় মিলবে টানা তিন দিনের ছুটি।

বিশ্লেষণ:

চলতি বছর চাকরিজীবীরা আগেই দুই ঈদে পেয়েছেন দীর্ঘ ছুটি। এবার বছরের শেষ দিকে আরও দুটি লম্বা ছুটি পাওয়ায় আনন্দ দ্বিগুণ হলো। ফলে বছরের শেষে সরকারি চাকরিজীবীদের পরিবার-পরিজন নিয়ে ভ্রমণ বা বিশ্রামের পরিকল্পনা করার সুযোগ তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *