free tracking

সন্তানকে বাঁচাতে মেট্রোরেলের গেট ধরে মায়ের আহাজারি!

পুলিশের ছোড়া টিয়ার শেলের গ্যাস থেকে সন্তানকে বাঁচাতে মেট্রোরেলের গেট ধরে আহাজারি করেন এক মা। বুধবার (২৭ আগস্ট) বেলা ৩টার দিকে রাজধানীর শাহবাগ মেট্রো রেলস্টেশনে এ ঘটনা ঘটে।

এমন একটি ভিডিও সামাজিক যোগাযোমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এতে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়।ফেসবুকে ভিডিওটি শেয়ার করেছেন এক গণমাধ্যমকর্মী। ক্যাপশনে তিনি লেখেন, ‘রাস্তায় সংঘর্ষ, নিজ সন্তানকে বাঁচাতে মেট্রোরেলে নিরাপত্তা পেতে পাগল মা।

আরেক গণমাধ্যমকর্মী ভিডিওটি শেয়ার করে লেখেন, ‘বুয়েট শিক্ষার্থীদের ওপর পুলিশের টিয়ার গ্যাস, সন্তানকে বাঁচাতে মেট্রোরেলে নিরাপত্তা পেতে মায়ের আকুতি।’

এ ছাড়া কমেন্টে কিছুদিন পর একেক দাবি নিয়ে আন্দোলন করে সড়কে মানুষকে ভোগান্তি ও দুর্ভোগের হাত থেকে থেকে মুক্তি দেওয়ার জন্যও অনেকে সরকারের ‍দৃষ্টি আকর্ষণ করেন।

এদিকে আজ তিন দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টাকালে আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। আন্দোলনরতদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ ও টিয়ার শেল-জলকামান নিক্ষেপ করে।

এ সময় ছোট সন্তানের নিরাপত্তা পাওয়ার জন্য মেট্রোরেলের গেট ধরে টানাটানি শুরু করে ওই মা। অনেকক্ষণ আহাজারি করেন তিনি। কিন্তু ভেতর থেকে কাউকে গেট খুলতে দেখা যায়নি। তৎক্ষণাৎ ওই নারী ও শিশুর নাম-পরিচয় জানা যায়নি।

উল্লেখ্য, তিন দফা দাবিতে পূর্বঘোষিত ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাওয়ার পথে পুলিশের সঙ্গে ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় এক সাংবাদিকসহ ছয়জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এদিকে ডিপ্লোমাধারীদের কোটা বাতিলে প্রকৌশল শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে কমিটি গঠন করেছে সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *