ভারতের দক্ষিণি সিনেমার সুপারস্টার ও রাজনীতিবিদ থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সম্প্রতি বিজেপির বিরুদ্ধে প্রকাশ্যে ‘‘যুদ্ধ ঘোষণা’’ করে আলোচনায় আসা এই অভিনেতা-রাজনীতিকের দেহরক্ষীরা এক সমাবেশে ভক্তকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে; মূলত এমন অভিযোগের ভিত্তিতেই মামলাটি হয়েছে।
আজ বুধবার (২৭ আগস্ট) দেশটির সংবাদমাধ্যম টাইমস নাউ’র খবরে বলা হয়, তামিলাগা ভেট্রি কাজাগমের (টিভিকে) এক সমাবেশে ভক্তকে দেহরক্ষীদের মাধ্যমে দুর্ব্যবহারের অভিযোগে তামিলনাড়ুর পেরাম্বালুর জেলার কুন্নাম থানায় মামলা হয়েছে। অভিযোগকারী শরৎকুমারের দায়ের করা মামলায় থালাপতি বিজয় ও তার দেহরক্ষীদের নাম উল্লেখ করা হয়েছে।
রাজনীতিতে থালাপতি বিজয়
টিভিকের দ্বিতীয় রাজ্য সম্মেলনে বিজয় ঘোষণা দেন— বিজেপি হবে তাদের দলের একমাত্র ‘‘আদর্শগত শত্রু’’। অন্যদিকে ডিএমকেকে তিনি প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী আখ্যা দেন। সম্মেলনে হাজারো সমর্থকের উদ্দেশে তিনি বলেন, “টিভিকে কোনো খেলা নয়, একটি আদর্শ। কোটি কোটি মানুষ আমাদের সঙ্গে আছে। ২০২৬ সালের নির্বাচন হবে টিভিকে বনাম ডিএমকের লড়াই।”
সমর্থন ও জনপ্রিয়তা
সমাবেশে বিজয় প্রতিশ্রুতি দেন, শ্রীলঙ্কার কাছ থেকে কাচাথিভু দ্বীপ ফেরানোর দাবি তুলবেন এবং তামিল জেলেদের সুরক্ষা নিশ্চিত করবেন।
সমালোচনা ও বিতর্ক
বিজেপির বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা এবং ক্রমবর্ধমান জনপ্রিয়তার কারণে থালাপতি বিজয়ের রাজনীতিতে উত্থান এখন দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু।
Leave a Reply