পাকিস্তানের পূর্বাঞ্চলে তিনটি আন্তঃসীমান্ত নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। ভারত সীমান্ত এলাকায় ভারি বর্ষণের কারণে সৃষ্ট এই বন্যার তীব্র চাপে পাকিস্তানের কর্তৃপক্ষ দেশটির একটি বাঁধের পাশের তীররক্ষা বাঁধ উড়িয়ে দিয়েছে।
গতকাল বুধবার (২৭ আগস্ট) নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে উড়িয়ে দেওয়া হয় চেনাব নদীর কাদিরাবাদ বাঁধের তীররক্ষা অংশ। এতে বন্যার পানি ছড়িয়ে পড়লেও বাঁধের মূল অবকাঠামো রক্ষা পেয়েছে বলে জানিয়েছেন পাঞ্জাব প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র মাজহার হোসেন।
কর্তারপুর সাহিব প্লাবিত
উচ্চ সতর্কতা জারি
ভারতে প্রবল বর্ষণের ফলে পাকিস্তানের পূর্বাঞ্চলের আন্তঃসীমান্ত তিন নদী—চেনাব, রাভি ও সুতলেজ—এর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। এর প্রভাবে পাঞ্জাব প্রদেশজুড়ে জারি করা হয়েছে উচ্চ সতর্কতা।
উল্লেখ্য, ঘটনার আরও একটি ভিডিও দেখতে এই লিঙ্কে ক্লিক করুন।
সূত্র: ইকোনমিক টাইমস
Leave a Reply