free tracking

কিছুক্ষণ পর মাঠে নামছে বাংলাদেশ, ম্যাচটি লাইভ দেখবেন যেভাবে!

সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে আজ (২৯ আগস্ট) বিকেল ৩টায় গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ ও ভুটান। চার দলের টুর্নামেন্টে বাংলাদেশের জন্য এটি টিকে থাকার লড়াই। শিরোপার আশা ধরে রাখতে লাল-সবুজদের জন্য আজকের ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই।

টুর্নামেন্টে বর্তমান অবস্থান

বাংলাদেশ এ পর্যন্ত চার ম্যাচ খেলেছে, জিতেছে তিনটিতে। সর্বশেষ ম্যাচে তারা ৪-০ গোলে নেপালকে উড়িয়ে দিয়েছে। গোল করেছেন অর্পিতা বিশ্বাস, আলপি আক্তার, সুরভি আখি প্রীতি ও থুইনামার। এ জয়ের পর ৯ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে লাল-সবুজরা।

অন্যদিকে, ভারত এখনো অপরাজিত। চার ম্যাচের সবকটিতে জিতে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে তারা। নেপাল আছে তৃতীয় স্থানে ৩ পয়েন্ট নিয়ে, আর ভুটান এখনো কোনো ম্যাচে জিততে না পারায় তলানিতে অবস্থান করছে।

শিরোপার হিসাব

চার দলের এই প্রতিযোগিতা ডাবল লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে। সর্বোচ্চ পয়েন্টধারী দলই হবে চ্যাম্পিয়ন। পয়েন্ট সমান হলে প্রথমে মুখোমুখি লড়াই, এরপর টাইব্রেকারের মাধ্যমে নির্ধারিত হবে বিজয়ী।

বাংলাদেশকে শিরোপার দৌড়ে টিকে থাকতে হলে ভুটানের বিপক্ষে জয় ছিনিয়ে নিতে হবে। এরপর শেষ ম্যাচে ভারতের বিপক্ষে জয় পেলে ১৫ পয়েন্ট নিয়ে তারা সমান অবস্থানে পৌঁছাতে পারে। তখন টাইব্রেকারের সমীকরণে শিরোপার লড়াই গড়াবে।

লাইভ দেখার উপায়

বাংলাদেশ-ভুটান ম্যাচ সরাসরি দেখা যাবে দুটি ইউটিউব চ্যানেলে—

Sportzworkz: সম্প্রচারকারী এই চ্যানেলটি হ্যাক হওয়ার পর পুনরুদ্ধার করা হয়েছে এবং আজকের ম্যাচ এখানেই দেখা যাবে।

South Asian Football Federation (SAFF): সাফের অফিসিয়াল ইউটিউব চ্যানেলেও সরাসরি দেখা যাবে ম্যাচটি।

ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়। দেশের ফুটবলপ্রেমীরা তাই এখন অপেক্ষায়, কখন মাঠে নেমে শিরোপার স্বপ্ন জিইয়ে রাখবে লাল-সবুজ কিশোরীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *