চলতি বছরের ১৭ সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৭৫ বছরে পদার্পণ করবেন। এরপর তিনি প্রধানমন্ত্রিত্ব থেকে অবসর নেবেন কি না—এই নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছে। বিরোধীদের মধ্যেও মোদির অবসরের দাবির কথা শোনা গেছে। অবশেষে এই বিতর্কে মুখ খুললেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক (আরএসএস) প্রধান মোহন ভাগবত।
আরএসএসের শতবার্ষিকী অনুষ্ঠানে মোহন ভাগবত বলেন, “আমি কখনওই বলিনি ৭৫ বছর বয়সে অবসর নেবো, কিংবা অন্য কেউ পড়লেই সরে দাঁড়াবে। আমরা সেই কাজ করব যা সংঘ বলবে। আমরা স্বয়ংসেবক, যেটা আমাদের দেয়া হবে সেটা করতে হবে।”
সংগঠনের প্রধান আরও জানান, যদি চাওয়া হয়, তিনি ৮০ বছর বয়সেও আরএসএসের দায়িত্ব সামলাতে প্রস্তুত।
বিজেপি বরাবরই মোদির ৭৫ বছর বয়সে অবসরের গুঞ্জন অস্বীকার করেছে। ৮০ বছর বয়সেও মন্ত্রী হিসেবে থাকা জিতন রাম মাঝিওর উদাহরণ দিয়ে এ বিষয়ে স্পষ্টতা দেয়া হয়েছে।
তবে বিরোধীরা তাদের যুক্তিতে বলছেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ২০১৯ সালের আগে জানিয়েছিলেন, ৭৫ বছর পর বিজেপি কাউকে প্রার্থী করবে না। আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরীবাল নির্বাচনী প্রচারে মোদি ৭৫-এ অবসর নেবেন বলে দাবি করেন।
অমিত শাহ পরে এই বক্তব্যের ব্যাখ্যা দিয়ে জানান, সংবিধান বা বিজেপির মধ্যে এমন কোনও নিয়ম নেই।
এদিকে, গত জুলাইয়ে নাগপুরে এক অনুষ্ঠানে মোহন ভাগবত বলেন, “যখন ৭৫ বছর বয়সে কেউ অত্যন্ত উৎসাহের সঙ্গে অভিনন্দন পাবে, তখন বুঝে নিতে হবে থামার সময় এসেছে এবং অন্যের জন্য জায়গা ছেড়ে দিতে হবে।”
Leave a Reply