স্বর্ণের দাম নিয়ে অবশেষে বড় সুখবর!

অবশেষে গুরুত্বপূর্ণ খবর হলো বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। গত সোমবার স্পট মার্কেটে সর্বোচ্চ রেকর্ড দর রেকর্ড করার পর স্বর্ণের বাজার দরপতনের দিকে যায়। সুদের হার কমানোর ব্যাপারে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের নীতিনির্ধারকদের সতর্কতা ছিল দাম কমার অন্যতম কারণ।

রয়টার্স জানায়, গতকাল স্পট মার্কেটে সোনার দাম আগের দিনের তুলনায় ৩ দশমিক ৩ শতাংশ কমেছে। এক আউন্সের দাম ২৪২১ ডলার, ৭০ সেন্টে পৌঁছেছে। মার্কিন ফিউচার মার্কেটে সোনার দাম ১০.৭ শতাংশ কমেছে। গতকাল সোনার লেনদেন হয়েছিল ২৪২১ ডলার এবং ৭০ সেন্ট প্রতি আউন্সে। সোমবার স্পট মার্কেটে এক আউন্স সোনার দাম ২৪৪৯ ডলার বা ৮৯ সেন্টে পৌঁছেছে।

স্বর্ণের দাম কমার বিষয়ে মার্কিন আর্থিক পরিষেবা সংস্থা স্টোনএক্স বিশ্লেষক রোনা ও’কনেল জানান, চলমান ভূরাজনৈতিক উত্তেজনা, ব্যাংকিং সমস্যাসহ বিভিন্ন সমস্যার মুখোমুখি হচ্ছে বিশ্ব। এ ছাড়া বছরজুড়েই চলছে বিভিন্ন দেশের নির্বাচন। এমন পরিস্থিতিতে বৈশ্বিক বাজারে স্বর্ণের দামে ওঠানামা স্বাভাবিক।

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেশ কিছুদিন ধরেই ঊর্ধ্বমুখী ছিল। ফেড সুদহার কমাতে পারে এ প্রত্যাশায় ঊর্ধ্বমুখী প্রবণতা ধরে রেখেছিল আন্তর্জাতিক স্বর্ণের বাজার।

সামনে আমেরিকার ভোক্তা মূল্যস্ফীতির ডেটা প্রকাশ করার কথা রয়েছে। মূল্যস্ফীতির তথ্যের ওপর নির্ভর করছে ফেডারেল রিজার্ভের সুদহার কমানোর এ সিদ্ধান্ত। আর ফেডারেল রিজার্ভ চলতি বছর সুদহার কমাতে পারে এমন প্রত্যাশা করছেন স্বর্ণের বাজারে বিনিয়োগকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *