free tracking

আমরা দুইটা ভুল করেছি, একটা স্বৈরাচারের পতন ঘটিয়ে : ফাতিমা তাসনীম

বাংলাদেশ আ-আম জনতা পার্টির সদস্যসচিব ফাতিমা তাসনীম বলেছেন, আমরা দুটি ভুল করেছি। একটা হলো স্বৈরাচার সরকারের পতন ঘটিয়ে। আর দ্বিতীয়টি হলো শহীদ না হয়ে। এখন আমরা ফোনে, সোশ্যাল মিডিয়ায় নানাভাবে হুমকি পাচ্ছি।

আমাদের বাসায় কাফনের কাপড় পাঠানো হচ্ছে, এই অবস্থায় আমরা আছি। জীবন বাজি রেখে দেশকে আমরা বাঁচালাম, অথচ এই রাষ্ট্র আমাকে সেই নিরাপত্তা দিচ্ছে না।
গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ঢাকা মেডিক্যালে দেখতে এসে গতকাল শনিবার (৩০ আগস্ট) এসব কথা বলেন ফাতিমা তাসনীম। তিনিও আগে গণ অধিকার পরিষদের নেত্রী ছিলেন।

সেখান থেকে পদত্যাগ করে বাংলাদেশ আ-আম জনতা পার্টিতে যুক্ত হন ফাতিমা তাসনীম।
এ সময় সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল গক নুরের ওপর হামলার প্রতিবাদ জানান তিনি। ফাতিমা তাসনীম বলেন, ‘এই নুরের রক্তের ওপর এই সরকার বসে আছে। এ ঘটনায় ৭২ ঘণ্টার মধ্যে বিচার দাবি জানিয়েছেন তিনি।

নুর সাহসের বাতিঘর, প্রতিটি ঘরে ঘরে আছে। নুরের কাছে সাহসী উদ্যম পেয়ে এখন আমজনগণ পার্টি নেতৃত্ব দিচ্ছি, যোগ করেন ফাতিমা।

দেশে বিদেশি কোনো ষড়যন্ত্র প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না। একই সঙ্গে পতিত স্বৈরাচার সরকারকে ফিরিয়ে আনতে চাইলে আবার একটি জুলাই আন্দোলন হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ফাতিমা তাসনীম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *