প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছে বিএনপি, জামায়াত ও এনসিপির প্রতিনিধিদল। রোববার (৩১ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তিন দলের সঙ্গে এসব বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে জাতীয়পার্টি নিষিদ্ধ প্রসঙ্গে এনসিপির পক্ষ থেকে জানানো হয়, তারা জাতীয় পার্টির (জাপা) সাংগঠনিক কার্যক্রম স্থগিত করার বিষয়ে সরকারকে আরো বেশি কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে আহ্বান জানিয়েছে।
এদিকে জামায়াতের পক্ষ থেকে বলা হয়, আওয়ামী লীগের বিষয়ে যেমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, জাতীয় পার্টির বিরুদ্ধেও ঠিক সেভাবেই সিদ্ধান্ত নেওয়া যেতে পারে।
তবে, বৈঠকের পর বিএনপির পক্ষ থেকে জানানো হয়, জাতীয় পার্টির রাজনীতি ইস্যুতে প্রধান উপদেষ্টার সঙ্গে কোনো আলোচনা হয়নি।
তিন দলের সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলন করেছেন প্রেসসচিব শফিকুল আলম। জাতীয় পার্টি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এই ইস্যুতে রাজনৈতিক দলগুলোর বক্তব্য প্রধান উপদেষ্টা শুনেছেন।
Leave a Reply