বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত সব শিক্ষককে বদলির আওতায় আনার বিষয়ে বড় পদক্ষেপ নিতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। এ সংক্রান্ত একটি সভায় ইনডেক্সধারী সব শিক্ষককে বদলির সুযোগের ব্যাপারে ইতিবাচক মত পাওয়া গেছে। এজন্য বিদ্যমান নীতিমালা সংশোধন করার বিষয়েও আলোচনা হয়েছে।
গত বৃহস্পতিবার (২৮ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২) মো. মিজানুর রহমানের কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।রোববার (৩১ আগস্ট) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
মাউশির এক কর্মকর্তা জানান, ইনডেক্সধারী সব শিক্ষককে বদলির আওতায় আনার বিষয়টি নিয়ে ইতিবাচক অগ্রগতি হচ্ছে। তবে আইনি জটিলতা এড়াতে একটি সর্বজনীন বদলি নীতিমালার চিন্তা করা হচ্ছে। এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও কাজ চলছে।
তিনি আরও বলেন, বিশেষ করে এনটিআরসিএর সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা মেধাক্রম অনুযায়ী দেশের বিভিন্ন স্থানে পদায়ন পেয়েছেন। তারা সবচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছেন। তাই আগে তাদের বদলি চালুর পরিকল্পনা ছিল। তবে ইনডেক্সধারী শিক্ষকদের রিটের কারণে পুরো বিষয়টি আটকে যায়।
সর্বজনীন বদলি চালু করতে হলে প্রায় ৪ লাখ শিক্ষক-কর্মচারীর তথ্য সংগ্রহ করতে হবে, যা একটি বড় চ্যালেঞ্জ। তবুও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে এ বিষয়ে প্রস্তুত থাকতে বলা হয়েছে।
সরকার যথাসময়ে বদলি চালুর চেষ্টা করছে এবং নীতিমালা সংশোধনের কাজ শিগগিরই শুরু হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
Leave a Reply