free tracking

যে নম্বর থেকে ফোন এলেই বুঝবেন বিপদে পড়তে যাচ্ছেন!

গুগলের বিরুদ্ধে সাম্প্রতিক দিনগুলোতে নানা ধরনের বিভ্রান্তিকর শিরোনাম ছড়িয়েছে—যেখানে দাবি করা হচ্ছে ‘২৫০ কোটি জিমেইল অ্যাকাউন্ট হ্যাক হয়েছে’। তবে গুগল জানিয়েছে, বাস্তবে এমন কোনো ঘটনা ঘটেনি। গুগল ক্লাউড বা জিমেইল ডেটা ক্ষতিগ্রস্ত হয়নি।

তবে হ্যাকাররা যে জিমেইল ব্যবহারকারীদের টার্গেট করছে, সেটি সত্য। গুগল জানিয়েছে, ব্যবহারকারীর অ্যাকাউন্টে অননুমোদিত প্রবেশের চেষ্টা বেড়েছে। আর এর সঙ্গে বাড়ছে ফোন কল প্রতারণা।

গুগলের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে, ‘কখনোই আমরা ব্যবহারকারীদের ফোন করে পাসওয়ার্ড রিসেট বা অ্যাকাউন্ট সমস্যা সমাধানের কথা বলি না।’

কিন্তু প্রতারকরা এখনো গুগলের অফিসিয়াল সাপোর্ট নম্বর (+1 650-253-0000) স্পুফ করে ব্যবহারকারীদের ফোন করছে। অর্থাৎ, এই নম্বর থেকেই ফোন এলেই বোঝা উচিত, আপনি বিপদে পড়তে যাচ্ছেন অথবা আপনার জি-মেইল হ্যাকের চেষ্টা চালানো হচ্ছে।

প্রোটনের সতর্কবার্তায় বলা হয়েছে, প্রতারকরা নিজেদের গুগল কর্মী পরিচয় দিয়ে ফোন করে দাবি করে যে জিমেইল অ্যাকাউন্টে সন্দেহজনক কার্যক্রম ধরা পড়েছে। এরপর নিরাপত্তার অজুহাতে ব্যবহারকারীকে পাসওয়ার্ড পরিবর্তন করাতে চাপ দেওয়া হয়। একবার যদি ব্যবহারকারী ফাঁদে পা দেন, তবে প্রতারক সহজেই অ্যাকাউন্ট দখল করে নিতে পারে।

রেডিটসহ সামাজিক মাধ্যমে একাধিক ব্যবহারকারী জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ান উচ্চারণে কথা বলা ব্যক্তিরা ফোন করে অ্যাকাউন্ট সুরক্ষিত করার নামে ধাপে ধাপে নির্দেশনা দিয়েছেন।

সতর্ক থাকার উপায়

  • কোনো কল এলে কখনোই পাসওয়ার্ড পরিবর্তন বা লিংকে ক্লিক করবেন না।
  • সরাসরি গুগল অ্যাকাউন্টে লগইন করে Security → Review Security Activity চেক করুন।
  • সিকিউরিটি চেকআপ চালিয়ে পুরোনো পাসওয়ার্ড বদলান এবং পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করুন।
  • এসএমএস ভিত্তিক 2FA বাদ দিয়ে অথেন্টিকেটর অ্যাপ ব্যবহার করুন।
  • সম্ভব হলে passkey সক্রিয় করুন।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, দুর্বল পাসওয়ার্ড এখনো সবচেয়ে বড় ঝুঁকি। ফিশিং, ক্রেডেনশিয়াল স্টাফিং বা সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে হ্যাকাররা সহজেই অ্যাকাউন্ট দখল করে নিচ্ছে।

কিপার সিকিউরিটির শেন বার্নি বলেন, ‘শক্তিশালী, অনন্য পাসওয়ার্ড, দুই স্তরের নিরাপত্তা এবং পাসকি ব্যবহারের মাধ্যমে ঝুঁকি পুরোপুরি দূর করা না গেলেও হ্যাকারদের জন্য আক্রমণ অনেক কঠিন হয়ে যাবে।’

সূত্র: ফোর্বস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *