free tracking

প্রধান উপদেষ্টাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য এনসিপি নেত্রী মাহমুদা মিতুর!

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস ব্যবসাটা ভালো বোঝেন। তিনি নিজের লোকজনকে আগামী ১০০ বছর খাওয়ার ব্যবস্থা ফাইনাল করে ফেলেছেন বলে একটি বিস্ফোরক মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু।

রোববার (৩১ আগস্ট) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন। এনসিপি নেত্রী ডা. মাহমুদা মিতুর এই স্ট্যাটাস সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়।

oo

ফেসবুক পোস্টে ডা. মাহমুদা মিতু বলেন, ‘মাথা নত করারও একটা লেভেল থাকে। তবে ব্যবসাটা ভালো বুঝছে পাগলায় (ড. মুহাম্মদ ইউনূস)।’

তিনি আরো বলেন, ‘গ্রামীণ ইউনিভার্সিটি পাস করছে, হাসপাতাল করা, কর মওকুফ, বছর বছর ধরে তার এনজিও বন্ধুদের এম্পাওয়ার করা মানে নিজের লোকজনকে আগামী ১০০ বছর খাওয়ার ব্যবস্থা সিস্টেমে ফাইনাল করছে। উনাকে দেখে মেরুদণ্ডহীন অতি জ্ঞানীদের আমি ঘৃণা করা শিখেছি।’

পোস্ট দেওয়ার পর অনেকেই কমেন্ট বক্সে বিস্তারিত জানতে চেয়েছেন।  দেশের সর্বোচ্চ অবস্থানের একজন ব্যাক্তিকে নিয়ে এমন মন্তব্যে অনেকে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন। তবে তার এ ফেসবুক আইডি ভেরিফায়েড নয়। তার নামে আরেকটি ইংরেজিতে আইডি রয়েছে। মাহমুদা মিতুর এ পোস্ট নেট দুনিয়ায় ভাইরাল হয়ে পড়েছে। অনেকেই শেয়ার করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *