free tracking

ব্রেকিং নিউজ: ভয়াবহ ৬ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৫০০…!

আফগানিস্তানের পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ঘটেছে। রোববার (৩১ আগস্ট) রাতের এই ভূমিকম্পে ৫০০-এর বেশি মানুষ নিহত এবং হাজারের অধিক আহত হয়েছেন। দেশটির তথ্য মন্ত্রণালয় এই তথ্য আনাদোলু এজেন্সিকে নিশ্চিত করেছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানিয়েছে, স্থানীয় সময় রাত ১১টা ১৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্রস্থল জালালাবাদের ২৭ কিলোমিটার পূর্ব-উত্তরপূর্বে এবং ভূগর্ভের গভীরতা ছিল মাত্র ৮ কিলোমিটার। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৬.০ ধরা পড়েছে।

আফগান তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা জানান, কুনার প্রদেশের নূর গাল, সাওকি, ওয়াতপুর, মানোগি এবং চাপা দারা জেলায় বহু হতাহতের খবর পাওয়া গেছে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে, কারণ অনেক প্রত্যন্ত অঞ্চলের সঙ্গে এখনও যোগাযোগ সম্ভব হয়নি এবং উদ্ধারকারী দলগুলো সেখানে পৌঁছানোর চেষ্টা করছে।

ভূমিকম্পের পরে দুটি শক্তিশালী আফটারশকও আঘাত হেনেছে, যার মধ্যে একটি ছিল ৫.২ মাত্রার, যা ক্ষতিগ্রস্ত এলাকার পরিস্থিতি আরও জটিল করে তুলেছে।

ভারপ্রাপ্ত আফগান প্রশাসনের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, “দুঃখজনকভাবে, আজ রাতের ভূমিকম্পে আমাদের কয়েকটি পূর্বাঞ্চলীয় প্রদেশে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় প্রশাসন ও বাসিন্দারা উদ্ধার তৎপরতায় নেমেছেন এবং কেন্দ্রীয় ও পার্শ্ববর্তী প্রদেশ থেকেও সহায়তা দল ঘটনাস্থলের পথে রয়েছে।”

উল্লেখ্য, ভূমিকম্পের কম্পন আফগান রাজধানী কাবুলে ২০০ কিলোমিটার দূরে এবং পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও প্রায় ৪০০ কিলোমিটার দূরে অনুভূত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *