দক্ষিণ আমেরিকা অঞ্চলে বিশ্বকাপ বাছাইপর্বের উত্তাপ বাকি আর দুই ম্যাচের। এরই মধ্যে দুই পরাশক্তি—ব্রাজিল আর আর্জেন্টিনা জায়গা নিশ্চিত করেছে। তবে তবুও আগামীকাল (৫ সেপ্টেম্বর) ভোরে মাঠে নামছে দুই দল ভিন্ন ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে। নেইমারবিহীন আনচেলত্তির ব্রাজিল লড়বে চিলির সঙ্গে, আর বুয়েনাস আইরেসে ভেনেজুয়েলার মুখোমুখি হবে লিওনেল মেসির আর্জেন্টিনা। মজার বিষয়, আর্জেন্টিনার মাটিতে এটাই হতে পারে মেসির শেষ ম্যাচ।
ম্যাচের সময়সূচি
আর্জেন্টিনা বনাম ভেনেজুয়েলা : বাংলাদেশ সময় শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ৫টা ৩০ মিনিট, ভেন্যু বুয়েনাস আইরেস।
ব্রাজিল বনাম চিলি : বাংলাদেশ সময় শুক্রবার সকাল ৬টা ৩০ মিনিট, ভেন্যু মারাকানা স্টেডিয়াম।
ভোরে মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা, যেভাবে দেখবেন
চিলির বিপক্ষে মারাকানায় যে একাদশ নিয়ে নামতে পারে ব্রাজিল
কোথায় দেখা যাবে
বাংলাদেশসহ উপমহাদেশের কোনো টিভি চ্যানেল সরাসরি সম্প্রচার করবে না ম্যাচ দুটি। তবে অনলাইন স্ট্রিমিং প্লাটফর্মে সাবস্ক্রিকপশন থাকা সাপেক্ষে সমর্থকরা দেখতে পারবেন। এরকম কয়েকটি হল beIN Sports, Fox Sports, Globo।
এ ছাড়া অনলাইনে ফ্রিতে কিছু থার্ড পার্টি অ্যাপ এবং স্ট্রিমিং প্ল্যাটফর্মেও ম্যাচগুলো দেখা যাবে। এর মধ্যে জনপ্রিয় কয়েকটি হলো—Sportzfy, Yacine TV, Live NetTV ইত্যাদি। যদিও এগুলো কোনোটিই অফিসিয়াল স্ট্রিমিং পার্টনার নয় এবং ডিভাইসে এগুলো ইনস্টল করার ক্ষেত্রে সতর্ক থাকা উচিত।
এ ছাড়া ফেসবুকের বিভিন্ন গ্রুপ ও পেজ থেকেও অনেক সময় সরাসরি সম্প্রচার করা হয়। আর ম্যাচের ফলাফল এবং ম্যাচ রিপোর্ট পেতে চোখ রাখতে পারেন কালবেলার ওয়েবসাইট এবং কালবেলা স্পোর্টসের ফেসবুক পেজেও।
এদিকে যেহেতু আনচেলত্তির ব্রাজিল আগেই নিশ্চিত করেছে ২০২৬ বিশ্বকাপ। তাই চিলির বিপক্ষে ম্যাচকে তিনি দেখছেন স্কোয়াডে নতুন সমন্বয় গড়ে তোলার সুযোগ হিসেবে। অন্যদিকে আর্জেন্টিনা ম্যাচে পয়েন্টের কোনো প্রভাব নেই, কিন্তু আবেগের জায়গায় ভরপুর—কারণ আর্জেন্টিনার ঘরের মাঠে হয়তো এটাই মেসির শেষ নৃত্য! এজন্যই পরিবারের সদস্যরাও থাকবেন স্টেডিয়ামে।
ভোরে ফুটবলপ্রেমীদের চোখ থাকবে মারাকানা আর বুয়েনfস আইরেসে—দুই কিংবদন্তি দলকে দেখার জন্য।
Leave a Reply