free tracking

এবার ভুতুড়ে বিদ্যুৎ বিলের কারণ বের করলেন বিজ্ঞানীরা, দিলেন সমাধানও

লাইট নিভানো, টিভি বন্ধ কিংবা চার্জার থেকে মোবাইল খুলে রাখার পরও অনেক সময় বিদ্যুৎ বিল বেড়ে যায়। এই রহস্যজনক খরচকে বিজ্ঞানীরা বলছেন ‘ফ্যান্টম’ বা ‘ভ্যাম্পায়ার এনার্জি’।

ডিভাইস বন্ধ থাকলেও সংযোগ চালু থাকায় বিদ্যুৎ খরচ হতে থাকে। যেমন—মোবাইল চার্জার, স্মার্ট টিভি, মাইক্রোওয়েভ কিংবা গেমিং কনসোল। এসব যন্ত্রপাতি অচল অবস্থাতেও ধীরে ধীরে বিদ্যুৎ শুষে নেয়।

শুধু যুক্তরাষ্ট্রেই বছরে এই অপ্রয়োজনীয় খরচের পরিমাণ প্রায় ২২ বিলিয়ন ডলার। গড়ে প্রতি পরিবারে খরচ হয় ১০০ থেকে ২০০ ডলার। একইসঙ্গে এসব ডিভাইস থেকে বছরে প্রায় ৪৫০ টন কার্বন নির্গত হয়ে জলবায়ুর জন্যও হুমকি তৈরি করছে।

বিশেষজ্ঞদের মতে, ভ্যাম্পায়ার এনার্জি নির্ভর করে ডিভাইসের বয়স ও প্রযুক্তির ওপর। উদাহরণস্বরূপ, স্মার্ট টিভি যদি ইন্টারনেটে সংযুক্ত থাকে এবং ‘ওয়েকআপ’ ফিচার চালু থাকে, তবে বন্ধ অবস্থায়ও প্রতি ঘণ্টায় প্রায় ৪০ ওয়াট বিদ্যুৎ খরচ হয়।

এ সমস্যা এড়াতে গবেষকরা কয়েকটি পরামর্শ দিয়েছেন:

  • চার্জ সম্পন্ন হলে চার্জার আনপ্লাগ করা।
  • ব্যবহার না করলে মাইক্রোওয়েভ, ল্যাম্প ও স্মার্ট টিভির প্লাগ খুলে রাখা।
  • ডিভাইসের স্ট্যান্ডবাই ও অটো ওয়েকআপ অপশন বন্ধ রাখা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *