ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে ৩০০ নির্বাচনি এলাকার সীমানা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে দ্বাদশ সংসদের ২৬৩ আসনের সীমানা বহাল রেখে ৩৭টি আসনের সীমানায় পরিবর্তন আনা হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সীমানা নির্ধারণ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হলেও রবিবার (৭ সেপ্টেম্বর) তা গেজেট প্রকাশ হতে পারে।
নির্বাচন কমিশন সূত্র জানায়, ৩৭টি আসনে ছোটখাটো পরিবর্তন করে নতুন সীমানার খসড়া প্রকাশ করা হয়।
বড় পরিবর্তনের মধ্যে গাজীপুরের একটি আসন বাড়ানো হয়েছে। আর বাগেরহাটে কমানো হয়েছে একটি আসন। এর ফলে গাজীপুরে ৫ থেকে বেড়ে ৬ সংসদীয় আসন আর বাগেরহাটে ৪টি থেকে কমে ৩টি আসন করা হয়েছে।
এ ছাড়া পরিবর্তন আনা হয় মোট ৩৭টি আসনে।
এগুলো হলো পঞ্চগড়-১ ও ২; রংপুর-৩; সিরাজগঞ্জ-১ ও ২; সাতক্ষীরা-৩ ও ৪; শরীয়তপুর-২ ও ৩; ঢাকা-২, ৩, ৭, ১০, ১৪ ও ১৯; গাজীপুর-১, ২, ৩, ৫ ও ৬; নারায়ণগঞ্জ-৩, ৪ ও ৫; সিলেট-১ ও ৩; ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩; কুমিল্লা-১, ২, ১০ ও ১১; নোয়াখালী-১, ২, ৪ ও ৫; চট্টগ্রাম-৭ ও ৮ এবং বাগেরহাট-২ ও ৩ আসন। ইসির প্রকাশিত ওই খসড়ার তালিকার ওপর গত ১০ আগস্ট পর্যন্ত আপত্তি আহ্বানও করা হয়।
আগে বাগেরহাট-১ মোল্লারহাট-ফকিরহাট-চিতালমারী; বাগেরহাট-২ বাগেরহাট সদর এবং কচুয়া; বাগেরহাট-৩ রামপাল এবং মোংলা, বাগেরহাট-৪ মোরেলগঞ্জ এবং শরণখোলা—এই চারটি আসন ছিল বাগেরহাটে।
নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ জানান, সংসদ নির্বাচনের জন্য ৩০০ সংসদীয় এলাকার সীমানা নির্ধারণ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
তা গেজেটে আকারে প্রকাশ করা হবে।
Leave a Reply