নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহকে অত্যাবশ্যক পরিষেবা হিসেবে ঘোষণা দিয়ে সরকার জানিয়েছে, এ সেবায় বিঘ্ন ঘটানো বা বাধা প্রদান অত্যাবশ্যক পরিষেবা আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।
আজ রোববার (৭ সেপ্টেম্বর) বিদ্যুৎ বিভাগ এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, পল্লী বিদ্যুৎ সমিতির কিছু কর্মকর্তা ও কর্মচারী বর্তমানে গণছুটির নামে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন, যা পল্লী এলাকায় বিদ্যুৎ সরবরাহে সমস্যা সৃষ্টি করছে। সরকার এই বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে এবং দাবি-দাওয়া পূরণে ইতিমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে সকল অনুপস্থিত কর্মকর্তা ও কর্মচারীকে নিজ নিজ কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
বিদ্যুৎ বিভাগ একে ‘অত্যাবশ্যক পরিষেবা’ রক্ষা করার অংশ হিসেবে উল্লেখ করেছে এবং জনসাধারণের দুর্ভোগ লাঘবে সকলকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছে।
Leave a Reply