free tracking

ডাকসু নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ, কোন হলে কতজন?

আগামীকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে বহু প্রতীক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন। এর আগে, প্রকাশ করা হয়েছে হলভিত্তিক ভোটার তালিকা।

প্রকাশিত তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৭৭৫ জন। যার মধ্যে ছাত্র ২০ হাজার ৮৭৩ জন এবং ছাত্রী ১৮ হাজার ৯০২ জন।

ছাত্রদের অংশগ্রহণের হার কিছুটা বেশি হলেও ছাত্রী ভোটারদের সংখ্যাও উল্লেখযোগ্য। ছাত্রী ভোটারদের শতকরা হার ৪৭ দশমিক ৫২ শতাংশ। আর ছাত্রদের হার ৫২ দশমিক ৪৮ শতাংশ।

ছাত্রী ভোটারদের সংখ্যা (হলভিত্তিক)
ক্র. নং                 হলের নাম       ভোটার সংখ্যা
১                     রোকেয়া হল          ৫৬৪১
২                 শামসুন নাহার হল        ৪০৮৪
৩            বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল      ৩
৪               কবি সুফিয়া কামাল হল      ২১০৩
৫    বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল  ২৬৪০

মোট ছাত্রী ভোটার: ১৮,৯০২ জন

ছাত্র ভোটারদের সংখ্যা (হলভিত্তিক)
ক্র. নং           হলের নাম                ভোটার সংখ্যা
১             অমর একুশে হল              ১২৯৫
২          কবি জসীম উদ্দীন হল            ১৩০৩
৩               জগন্নাথ হল              (সংখ্যা অনুপস্থিত)
৪    জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল   ১৬০৬
৫         ড. মুহম্মদ শহীদুল্লাহ হল           ১৯৯৮
৬          ফজলুল হক মুসলিম হল          ১৭৬২
৭             বিজয় একাত্তর হল            ২০৩৭
৮         মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল     ১৭৫১
৯             (হলের নাম অনুপস্থিত)     (সংখ্যা অনুপস্থিত)
১০        শহীদ সার্জেন্ট জহুরুল হক হল    ১৯৫৭
১১             সলিমুল্লাহ মুসলিম হল        ৬৬৪
১২                সূর্যসেন হল              ১৪৯৯
১৩           স্যার এ এফ রহমান হল       ১৩৭৭
১৪           হাজী মুহম্মদ মুহসীন হল       ১৪০২

২২

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *