free tracking

সারারাত ঘুমাইনি, ভোট দিয়ে বের হয়ে যা বললেন শিক্ষার্থী!

সারারাত ঘুমাইনি, ভোট দিয়ে বের হয়ে যা বললেন শিক্ষার্থী
নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলছে ডাকসু নির্বাচন। শিক্ষার্থীদের চোখে-মুখে উচ্ছ্বাস আর উৎসবের আমেজ। এরই মধ্যে সবার নজর কেড়েছেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মো. আশিকুল ইসলাম। তিনি প্রথমবারের মতো ভোট দিলেন, আর তা দিতে এসেছেন ভোরেই।

আশিকুল থাকেন স্যার এফ রহমান হলে। তার ভোটকেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে সেখানে গিয়ে দেখা যায়, ভোটের লাইনে একেবারে সামনে দাঁড়িয়ে আছেন তিনি। নিজের অভিজ্ঞতা জানাতে গিয়ে বলেন,“সারারাত ঘুমাইনি। ভোরে বের হয়ে সোয়া ৭টার দিকে কেন্দ্রে এসেছি। সবার আগে লাইনে দাঁড়িয়েছি। জীবনের প্রথম ভোট দিলাম—এটা ভেবে খুব আনন্দ লাগছে।”

তিনি বলেন, “ডাকসু নির্বাচন নিয়মিত হোক, প্রতি বছর যেন আমরা এভাবে ভোট দিতে পারি। তবে নির্বাচিতরা যেন শিক্ষার্থীদের জন্য কাজ করেন, কোনো রাজনৈতিক দলের ক্ষমতায়নের হাতিয়ার না হন।”

প্রথমবার ভোট দিয়ে আশিকুল আরও যোগ করেন,“যারা এখনো ভোট দিতে আসেননি, তাদের প্রতি আহ্বান—অবশ্যই ভোট দিন। কারণ আমরা যদি ভোট না দিই, তাহলে অযোগ্য প্রার্থীরাই নির্বাচিত হবে, আর সেই দায় আমাদের ঘাড়েই পড়বে।”

ভোটার আশিকুল ইসলামের মতো আরও অনেক শিক্ষার্থী ভোর থেকে কেন্দ্রগুলোতে উপস্থিত হয়েছেন। উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ। শিক্ষার্থীরা বলছেন, দীর্ঘ প্রতীক্ষার পর ডাকসু নির্বাচন হওয়ায় এবার তাদের অংশগ্রহণ ও উচ্ছ্বাস দুটোই সর্বোচ্চ পর্যায়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *