জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পেতে এখন থেকে বয়সসীমা ১৬ বছর নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। অর্থাৎ, যাদের বয়স ১৬ বছর হয়েছে, তারা এখন থেকেই জাতীয় পরিচয়পত্রের জন্য নিবন্ধন করতে পারবেন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
আখতার আহমেদ বলেন,“যাদের বয়স ১৬ হয়েছে, তারা নির্বাচন কমিশনে গিয়ে এনআইডি নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন। এতে আমরা আগাম কিছু তথ্য সংরক্ষণ করতে পারব। এদের এনআইডি সরবরাহ করা হবে। পরে বয়স ১৮ পূর্ণ হলে তারা স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন।”
ইসি সচিব জানান, অনেক শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার সময়, ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময় বা বিদেশে চিকিৎসা নিতে গেলে এনআইডির অভাবে সমস্যায় পড়েন। এসব ঝামেলা দূর করতেই এই সিদ্ধান্ত।
তিনি আরও বলেন,“১৬ বছর বয়স হলেই এখন থেকে কেউ এনআইডির জন্য আবেদন করতে পারবেন। এর জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা বা নির্দিষ্ট তারিখের প্রয়োজন নেই।”
Leave a Reply