ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আরশ খান সাম্প্রতিক বছরগুলোতে দর্শকদের জন্য একের পর এক নাটক উপহার দিয়েছেন। অভিনয়ের স্বীকৃতি হিসেবে পেয়েছেন প্রশংসাও। তবে শুধু অভিনয়েই সীমাবদ্ধ নন তিনি, সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয়।
ফেসবুকে প্রায়ই নানা বিষয় নিয়ে নিজের মতামত প্রকাশ করেন আরশ। ক্যারিয়ারের বাইরের সমসাময়িক প্রসঙ্গেও কথা বলে একাধিকবার শিরোনামে এসেছেন তিনি। এবার নিজের ব্যক্তিজীবনের একটি খারাপ অভ্যাস ও তার ক্ষতিকর দিক খোলাখুলিভাবে তুলে ধরে নতুন করে আলোচনায় এসেছেন এ অভিনেতা।

আবার অনেকে বিভ্রান্ত হয়ে পড়েছেন। কেউ কেউ ভাবছেন আরশ খান অসুস্থ। গুঞ্জন রটেছে অভিনেতাকে আইসিউতে ভর্তি করা হয়েছে! সব মিলিয়ে বেশ আলোচনার সৃষ্টি হয় এক পোস্ট ঘিরে।
সোমবার (০৮ সেপ্টেম্বর) ফেসবুকে একটি পোস্ট দিয়ে অসুস্থতার বিষয়ে নিজের বর্তমান অবস্থা পরিস্কার করেছেন তিনি।
ফেসবুকে পোস্টে তিনি বলেন, আমি সুস্থ আলহামদুলিল্লাহ। অনুজদের সতর্ক করতে দেয়া পোস্টের কারনে যারা আমাকে ICU পর্যন্ত নিয়ে যাচ্ছেন তাদের প্রতি আহবান এমনটা না করার জন্য।
আগের নম্বরই আছে আমার। ছাপানোর পূর্বে তথ্য সংক্রান্ত বিষয় জানতে কল করুন, টেক্সট করুন, মিডসকল ও চলবে।
বাঁচতে হলে জানতে হবে
Leave a Reply