ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহুল আলোচিত কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারিত সময়ে ভোট গ্রহণ শেষে বর্তমানে চলছে গণনার কাজ। সারাদিন কোনো সংঘাত বা বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি, যা নির্বাচনকে স্বচ্ছ ও সুষ্ঠু করার ক্ষেত্রে ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, রাত ১২টার মধ্যেই ফলাফল প্রকাশ করা সম্ভব হবে বলে তাদের ধারণা। কমিশনের কর্মকর্তারা আশা করছেন, নির্ধারিত সময়ের আগেই প্রাথমিক ফলাফল জানা যাবে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, ডাকসু নির্বাচনে প্রায় ৮০ শতাংশ ভোট পড়েছে। হলভিত্তিক ভোটের হারও উল্লেখযোগ্য। জহরুল হক হলে ভোট পড়েছে ১ হাজার ৬৫৮টি। এসএম হলে ভোট পড়েছে ৮২ দশমিক ৯৩ শতাংশ। জগন্নাথ হলে ভোটের হার ৮২ দশমিক ৪৫ শতাংশ। রোকেয়া হলে ভোট হয়েছে ৬৯ শতাংশ। সূর্য সেন হলে ভোট পড়েছে ৮৮ শতাংশ। জসিমউদ্দিন হলে ভোটের হার ৮৬ শতাংশ। জিয়াউর রহমান হলে ৭৫ শতাংশ এবং শেখ মুজিবুর রহমান হলে ভোটের হার ৮৭ শতাংশ রেকর্ড হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশনের কর্মকর্তারা বলছেন, শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ নির্বাচনী প্রক্রিয়ায় গণতান্ত্রিক চর্চার প্রতি আস্থা ও আগ্রহের প্রতিফলন ঘটিয়েছে।
Leave a Reply