free tracking

জানা গেলো কত ভোট পেলেন সোশ্যাল মিডিয়ায় ‘ভাইরাল’ সেই আশিক!

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী হয়েই সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ফেলে দেন আশিকুর রহমান। চোখে সানগ্লাস আর ঠোঁটে সিগারেট নিয়ে ভিন্ন আঙ্গিকে প্রচারণা চালিয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হন তিনি।

তবে ভোটের বাক্সে তেমন সুবিধা করতে পারেননি আলোচিত এই প্রার্থী। জিএস পদে তিনি পেয়েছেন মাত্র ৫২৬ ভোট।

জিএস পদে সর্বাধিক ১০ হাজার ৭৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম ফরহাদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল নেতা তানভীর বারী হামিম পেয়েছেন ৫ হাজার ২৮৩ ভোট। প্রতিরোধ পর্ষদের প্রার্থী মেঘমল্লার বসু পেয়েছেন ৪ হাজার ৯৪৯ ভোট।

বুধবার (১০ সেপ্টেম্বর) সবগুলো কেন্দ্রের ভোট গণনা শেষে চূড়ান্ত ফলাফল ঘোষণা করে ডাকসু নির্বাচন কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *