জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক মাঠে নানা আলোচনা চলছে। এ সময়ে আলোচনায় উঠে এসেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। অনেকেই জানতে চাচ্ছেন—আসন্ন নির্বাচনে দলটি কোনো জোটে যাবে কি না, অথবা যুগপৎ আন্দোলনে অংশ নেবে কি না।
এই বিষয়ে স্পষ্ট করে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক লিয়াজোঁ প্রধান আরিফুল ইসলাম আদীব জানিয়েছেন, এখনো জোট বা যুগপৎ আন্দোলনের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি এনসিপি। শনিবার (১৩ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে তিনি এ কথা জানান।
আদীব তার পোস্টে উল্লেখ করেন, সম্প্রতি ‘চার দাবিতে আট দলের যুগপৎ কর্মসূচি’ নিয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা ভুল ও বিভ্রান্তিকর (misleading)। তিনি জানান, জুলাই সনদের আইনি ভিত্তি এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়নের প্রস্তাবনা নিয়ে এনসিপির কিছু রাজনৈতিক দলের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে। তবে পূর্ণসংখ্যানুপাতিক (Full Proportional Representation) নির্বাচনের বিষয়ে এনসিপির কোনো অবস্থান নেই। দলটি কেবল উচ্চকক্ষ বা দ্বিতীয় কক্ষে পিআর ব্যবস্থা (Proportional Representation) চালুর বিষয়ে একমত।
এ ছাড়া আদীব জানান, জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম স্থগিতের দাবির সঙ্গে এনসিপির সমর্থন রয়েছে। কারণ, তার ভাষ্য অনুযায়ী, “জাতীয় পার্টি সন্ত্রাস ও ফ্যাসিবাদের সহযোগী হিসেবে কাজ করছে”, তাই তাদের রাজনৈতিক কার্যক্রম স্থগিতের দাবিকে সমর্থন করছে এনসিপি।
সব মিলিয়ে এনসিপি এখনো আনুষ্ঠানিকভাবে কোনো জোটে যুক্ত না হলেও রাজনৈতিক সংলাপ ও অবস্থান নিয়ে ভাবনার মধ্যে রয়েছে—এমনটিই ধারণা করা যাচ্ছে দলটির সাম্প্রতিক অবস্থান থেকে।
Leave a Reply