২০২৫ সালের জুলাই থেকে সোনালী ব্যাংক পিএলসি-তে পরিবার সঞ্চয়পত্রে বিনিয়োগ করলে মাসিক কত মুনাফা পাওয়া যাবে তা ঘোষণা করেছে জাতীয় সঞ্চয় অধিদপ্তর।
পরিবার সঞ্চয়পত্র ন্যূনতম ১০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৭ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত কেনা যায় এবং মেয়াদ সর্বোচ্চ ৫ বছর। নতুন হারে ১ লাখ টাকা বিনিয়োগ করলে প্রতি মাসে কত টাকা পাওয়া যাবে তা নিচে দেওয়া হলো—
নতুন মুনাফার হার (১ জুলাই ২০২৫ থেকে কার্যকর)
- ১ম বছর: ৯.৮১%
- ২য় বছর: ১০.২৯%
- ৩য় বছর: ১০.৮০%
- ৪র্থ বছর: ১১.৩৫%
- ৫ম বছর: ১১.৯৩%
১ লাখ টাকার পরিবার সঞ্চয়পত্রে মাসিক আয় (উৎসে কর ৫% বাদে)
- ১ম বছর: মাসে প্রায় ৭৭৭ টাকা
- ২য় বছর: মাসে প্রায় ৮১৫ টাকা
- ৩য় বছর: মাসে প্রায় ৮৫৫ টাকা
- ৪র্থ বছর: মাসে প্রায় ৮৯৯ টাকা
- ৫ম বছর: মাসে প্রায় ৯৪৪ টাকা
অর্থাৎ ৫ বছরের জন্য ১ লাখ টাকা বিনিয়োগ করলে মাসে গড়ে সর্বোচ্চ ৯৪৪ টাকা পর্যন্ত মুনাফা পাওয়া যাবে।
সঞ্চয়পত্র ক্রয়ের জন্য প্রয়োজনীয় কাগজপত্র
- ক্রেতার ২ কপি ছবি ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি
- মনোনীত ব্যক্তির (নমিনি) ছবি ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি
- সোনালী ব্যাংকে একটি হিসাব ও সেই হিসাবে চেক জমা দিতে হবে
- ১০ লাখ টাকার বেশি বিনিয়োগকারীর ক্ষেত্রে টিআইএন সার্টিফিকেট ও আয়কর রিটার্ন স্লিপ জমা দিতে হবে
জাতীয় সঞ্চয় অধিদপ্তর জানিয়েছে, এই নতুন মুনাফার হার ২০২৫ সালের ১ জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।
Leave a Reply