পুলিশকে জীবন রক্ষার অধিকার দেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পুলিশদেরকেও জীবন রক্ষার অধিকার দেয়া হয়েছে। কেউ মারতে আসলে তাদেরও নিজেদেরকে রক্ষা করতে হবে।

শনিবার (৩ আগস্ট) রাতে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

অসহযোগ আন্দোলন নিয়ে মন্ত্রী বলেন, যেহেতু শিক্ষার্থীদের দাবি পূরণ করা হয়েছে, তাদের এই অসহযোগ আন্দোলন তুলে নেয়া উচিত। শিক্ষার্থীদের কোটা সংস্কারের দাবি মেনে নেয়া হয়েছে। এখন শিক্ষার্থীদের ফিরে যাওয়া উচিত।

কোটা সংস্কার আন্দোলনে নিহতদের বিষয়ে তিনি বলেন, আন্দোলনের সময় কিশোরদে ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছিল, এই কারণে কারো কারো মৃত্যু হয়েছে।

মন্ত্রী বলেন, আন্দোলনকারীরা কোটা আন্দোলনে নেই, তারা আর শিক্ষার্থীদের আন্দোলনে নেই। রাজনৈতিক আন্দোলনে চলে গেছে তারা। এই আন্দোলনকে ভিন্ন খাতে নিয়ে গেছে তারা, এজন্য বিশৃঙ্খলা হচ্ছে।

তিনি বলেন, সকল এইচএসসি পরীক্ষার্থীকে জামিনে মুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। তবে কারো বিরুদ্ধে স্পেসিফিক কোনো অভিযোগ যদি থাকে তাহলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *