free tracking

পোস্ট অফিসে ১ লক্ষ টাকার সঞ্চয়পত্রে মুনাফা কত?

পোস্ট অফিস থেকে তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র ক্রয় করলে বিনিয়োগকারীরা নির্দিষ্ট সময় পরপর লাভ পান। সম্প্রতি ঘোষিত নতুন সুদের হারে দেখা যাচ্ছে, এক লক্ষ টাকা বিনিয়োগ করলে তিন মাস অন্তর প্রায় ২,৫৩০ থেকে ২,৮০৭ টাকা পর্যন্ত মুনাফা পাওয়া যায়, মেয়াদের ওপর নির্ভর করে।

বিনিয়োগ সীমা ও মেয়াদ

  • একক বিনিয়োগকারী: সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত ক্রয় করতে পারবেন
  • যৌথ বিনিয়োগকারী: সর্বোচ্চ ৩০ লক্ষ টাকা পর্যন্ত ক্রয় করতে পারবেন
  • মেয়াদ: সর্বোচ্চ ৩ বছর

মুনাফার হার (বার্ষিক)

  • প্রথম বছর: ১০.৬৫%
  • দ্বিতীয় বছর: ১১.২২%
  • তৃতীয় বছর: ১১.৫০%

তিন মাস অন্তর লাভ (১ লক্ষ টাকা সঞ্চয়পত্রে)

  • প্রথম বছর: প্রায় ২,৫৩০ টাকা (উৎসে কর ৫% বাদ দিয়ে)
  • দ্বিতীয় বছর: প্রায় ২,৬৬৫ টাকা
  • তৃতীয় বছর: প্রায় ২,৮০৭ টাকা

অর্থাৎ, একজন বিনিয়োগকারী যদি পোস্ট অফিস থেকে এক লক্ষ টাকার সঞ্চয়পত্র ক্রয় করেন, তবে প্রতি তিন মাসে তিনি গড়ে ২,৫০০ থেকে ২,৮০০ টাকার মতো মুনাফা পাবেন।

কর কাঠামো

  • ৫ লক্ষ টাকার নিচে বিনিয়োগে: মুনাফার ওপর ৫% উৎসে কর কাটা হবে
  • ৫ লক্ষ টাকার বেশি বিনিয়োগে: মুনাফার ওপর ১০% উৎসে কর কাটা হবে

সঞ্চয়পত্র ক্রয়ের জন্য প্রয়োজনীয় কাগজপত্র

  • ক্রেতার ২ কপি ছবি ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি
  • নমিনির ২ কপি ছবি ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি
  • ক্রেতার ব্যাংক একাউন্ট নম্বর ও চেক বই
  • ১০ লক্ষ টাকার বেশি বিনিয়োগে টিআইএন সার্টিফিকেট ও ট্যাক্স রিটার্ন স্লিপ

বিশেষ সুবিধা

সঞ্চয়পত্র মালিকের মৃত্যুর পর নমিনি তাৎক্ষণিকভাবে টাকা উত্তোলন করতে পারবেন বা মেয়াদ শেষ হওয়া পর্যন্ত তিন মাস অন্তর মুনাফা গ্রহণ করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *