ন্যায়ের পক্ষে মাহমুদউল্লাহ, যা বললেন লিটন দাস!

বাংলাদেশের চলমান সংকট নিয়ে উদ্বিগ্ন ক্রীড়াঙ্গনের তারকারাও। সুদূর আর্জেন্টিনার ফুটবল তারকা এনজো ফার্নান্দেজ পর্যন্ত বাংলাদেশের মানুষের জন্য উদ্বিগ্ন। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে যে সংঘাত ও প্রাণহানী হয়েছে, তাতে ক্ষুব্ধ সারা দেশ। এরই মধ্যে জাতীয় ক্রিকেট দল ও দলের বাইরে থাকা অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন। কিন্তু সিনিয়র ক্রিকেটাররা কিছুই বলছিলেন না। যা নিয়ে দেশের মানুষ রীতিমতো ক্ষুব্ধ হয়ে উঠছিলেন। অবশেষে নীরবতা ভেঙেছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও লিটন দাস।

বাংলাদেশের চলমান অস্থির পরিস্থিতিতে উদ্বিগ্ন মাহমুদউল্লাহ রিয়াদ। এই অবস্থায় ন্যায়ের পথে থাকাকেই বেছে নিচ্ছেন তিনি। আজ শনিবার (৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি লিখেছেন, ‘আমরা সব সময় ন্যায়ের পথেই আছি, থাকব ইনশা আল্লাহ। আমরা সবাই চাই ন্যায়বিচার হোক। দিন শেষে দেশটা আমাদের সবারই। আল্লাহ অবশ্যই ন্যায়বিচারক।’

No description available.

তবে এতো দেরিতে কথা বলায় রিয়াদকে সমালোচনায় ধুয়ে দিচ্ছেন অনেকেই। এর আগে ১৭ জুলাইও এ নিয়ে একটি পোস্ট দিয়েছিলেন তিনি।

পোস্ট দিয়েছেন জাতীয় দলের ওপেনার লিটন দাসও। তিনি লিখেছেন, ‘বিচারহীনতা থাকলে কোনো জাতিই সাফল্য পায় না, সে তারা যতই সামনে এগিয়ে যাক না কেন।’

রিয়াদ ও লিটনের আগে আরও অনেকেই এই আন্দোলন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন। তারা সকলেই চান রক্তপাত বন্ধ হোক। এই আন্দোলন নিয়ে সবার আগে পোস্ট দেন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী দল থেকে জাতীয় দলে এসে তারকাখ্যাতি পাওয়া তাওহীদ হৃদয়। এরপর একে একে তার সতীর্থ শরিফুল, তানজিদ তামিম, মুশফিকুর রহিম, নুরুল হাসান সোহানরা সামাজিক যোগাযোগমাধ্যমে মুখ খুলেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *