জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন ও উভয় কক্ষে পিআর পদ্ধতি বাস্তবায়নসহ ৫ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়েত ইসলামী। এ দাবিতে দলটি ১৮ সেপ্টেম্বর ঢাকায় বিক্ষোভ-সমাবেশ আয়োজনের ঘোষণা দিয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব ঘোষণা করেন কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের। তিনি বলেন, নির্বাচন কমিশনের একতরফাভাবে রোডম্যাপ ঘোষণা অন্যায় এবং পিআর পদ্ধতিতে ভোট দিলে নির্বাচনী অনিয়ম ও কালো টাকার ব্যবহার বন্ধ হবে।
ডা. তাহের আরও বলেন, “আমরা নির্বাচনে অংশগ্রহণ না করার কথা বলিনি। আমাদের দাবি মেনে নির্বাচন আয়োজন করতে হবে। পিআর পদ্ধতি জটিল নয়, বরং জনগণের সুবিধার। অন্য দলের যৌক্তিক দাবি থাকলে আমরা মেনে নেব।”
জামায়াতের কর্মসূচি অনুযায়ী:
১৮ সেপ্টেম্বর: ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল
১৯ সেপ্টেম্বর: দেশের সকল বিভাগীয় শহরে বিক্ষোভ
২৬ সেপ্টেম্বর: সকল জেলা ও উপজেলায় বিক্ষোভ মিছিল
সংবাদ সম্মেলনে দলের অন্যান্য শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন, যাদের মধ্যে সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ড. এইচ এম হামিদুর রহমান আযাদ ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরা রয়েছেন।
Leave a Reply