চলতি এশিয়া কাপের ১৭তম আসরে টিকে থাকতে আজ আফগানিস্তানের বিপক্ষে নামবে বাংলাদেশ। ম্যাচটি কার্যত টাইগারদের জন্য অঘোষিত ফাইনাল। কারণ, হারলেই বিদায় নিশ্চিত, আর জিতলেই টিকে থাকবে সুপার ফোরের লড়াইয়ে।
বাংলাদেশ এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে। প্রথম ম্যাচে হংকংকে হারালেও দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে চাপে পড়েছে। তাই আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি এখন বাঁচা-মরার লড়াই। তবে শুধু জিতলেই হবে না, নজর রাখতে হবে নেট রানরেটের দিকেও।
সুপার ফোরের সম্ভাবনার হিসাব
বাংলাদেশ যদি আফগানিস্তানকে হারায়পয়েন্ট হবে ৪। এরপর আফগানিস্তান শ্রীলঙ্কার কাছেও হারলে সরাসরি সুপার ফোরে উঠবে বাংলাদেশ। রানরেটের হিসাব লাগবে না।ক্রিকেট দলের মার্চেন্ডাইজ
আফগানিস্তান যদি শ্রীলঙ্কাকে হারায়তখন বাংলাদেশ ও আফগানিস্তান দু’দলেরই পয়েন্ট হবে সমান (৪)। সুপার ফোর নির্ধারণ হবে নেট রানরেটের ভিত্তিতে।
শ্রীলঙ্কা যদি আফগানিস্তানের কাছে হারে, কিন্তু হংকংকে হারায়তখন বাংলাদেশ ও শ্রীলঙ্কার পয়েন্ট সমান হবে (৪)। এখানেও ভাগ্য নির্ভর করবে নেট রানরেটের ওপর।
বাংলাদেশের সামনে সুপার ফোরে যাওয়ার সুযোগ এখনও বেঁচে আছে। তবে তার জন্য আফগানিস্তানের বিপক্ষে বড় জয়ের বিকল্প নেই। একই সঙ্গে অন্য ম্যাচগুলোর ফলাফলের দিকেও রাখতে হবে কড়া নজর।
Leave a Reply