এশিয়া কাপে এখনো টিকে রয়েছে বাংলাদেশ। গতকাল মঙ্গলবার আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে ৮ রানের শ্বাসরুদ্ধকর জয়ে সেমিফাইনালে ওঠার দৌড়ে রয়েছে টাইগাররা। যদিও লিটন-তানজিদদের হাতে আর কিছুই নেই। সেমি খেলতে বাংলাদেশকে চেয়ে থাকতে হবে ‘বি’ গ্রুপের শেষ ম্যাচের দিকে।
আগামীকাল বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) আবুধাবিতেই মুখোমুখি হবে শ্রীলঙ্কা-আফগানিস্তান। আর এই ম্যাচের ফলই ঠিক করে দেবে, বাংলাদেশের ভবিষ্যৎ।
পয়েন্ট টেবিলে ২ ম্যাচ শেষে শ্রীলঙ্কা, পয়েন্ট ৪। ৩ ম্যাচে ২ জয়ে বাংলাদেশের পয়েন্ট ৪, আছে দুইয়ে। তিনে থাকা আফগানিস্তানের পয়েন্ট ২। আর বিদায় হয়ে যাওয়া হংকং জিততে পারেনি কোনো ম্যাচ।
সহজ সমীকরণ, শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কা জিতলেই সেমির টিকিট পাবে বাংলাদেশ। লঙ্কানরা সেমিতে উঠবে শীর্ষে থেকেই। আর হংকংয়ের সঙ্গী হবে রশিদ খানেরা। এছাড়া ম্যাচটি কোনো কারণে পরিত্যক্ত হলেও সেমির দুয়ার খুলে যাবে টাইগারদের।
তবে আফগানিস্তান জিতে গেলেই লাগবে ধাক্কা। সেক্ষেত্রে তিন দলেরই পয়েন্ট হবে সমান ৪। সেক্ষেত্রে হিসেবে আসবে নেট রানরেট। বর্তমানে নেট রানরেটে সবচেয়ে এগিয়ে আফগানরাই (২.১৫০)। পরে শ্রীলঙ্কা (১.৫৪৬) এবং বাংলাদেশ (-০.২৭০)। অর্থাৎ, ছোট কোনো ব্যবধানে জিতলেই আফগানরা খেলবে শেষ চার।
সেক্ষেত্রে শেষ ম্যাচে যদি শ্রীলঙ্কা হারেই, তবে বড় ব্যবধানেই হারতে হবে। নয়তো সেমিতে আর খেলা হবে না টাইগারদের।
ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, আফগানিস্তান যদি আগে ব্যাটিং করে তবে অন্তত ৬৫ রানের ব্যবধানে লঙ্কানদের হারাতে হবে। তবেই নেট রানরেটে বাংলাদেশের পেছনে পড়বে শ্রীলঙ্কা। এছাড়া গুরবাজ-জাদরানরা যদি পরে ব্যাটিং করে, তবে অন্তত ৫০ বল হাতে রেখে জিততে হবে। নয়তো লঙ্কানরা হারলেও বাড়ির পথ ধরতে হবে লিটনদের।
Leave a Reply