free tracking

ব্রেকিং নিউজ: বিএনপির কার্যালয়ে আগুন, ঘটনাস্থলে সেনাবাহিনী!

পাবনার বেড়া পৌর এলাকার বৃশালিখা কোলঘাটের নিয়ন্ত্রণ ও দখলকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। এ সময় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় স্থানীয় বিএনপির কার্যালয়ে। সোমবার বেড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বৃশালিখা নৌকা চত্বর এলাকায় এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম হাবিবুল ইসলাম।

স্থানীয় সূত্র ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, বেড়ার হুরাসাগর নদীর বৃশালিখা ঘাট সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর নিজ এলাকা। পূর্বে ঘাটের নিয়ন্ত্রণ ছিল আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে। গত ৫ আগস্টের পর স্থানীয় বিএনপির একটি অংশকে সঙ্গে নিয়ে তারা ঘাট নিয়ন্ত্রণ ধরে রাখে। তবে পরবর্তীতে বিএনপি নেতা হাসান আলীর নেতৃত্বে আরেকটি গ্রুপ নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে। এর জেরে ঘাট-শ্রমিক ও বিএনপির দুপক্ষ এবং সওদাগরপাড়ার মধ্যে সংঘর্ষ বাঁধে।

সেই ধারাবাহিকতায় সোমবার ফের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে। এলাকায় এখনো থমথমে অবস্থা বিরাজ করছে।

এ বিষয়ে বেড়া পৌর বিএনপির সভাপতি ফজলুর রহমান ফকির বলেন, চাঁদাবাজ গ্রুপের সঙ্গে নামধারী বিএনপির সংঘর্ষ হয়েছে। এখন চাঁদাবাজি কারা করছে সেটা জানার প্রয়োজন নেই। তাই এ বিষয়ে বিস্তারিত বলতেও চাই না।

বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুল ইসলাম বলেন, এ ঘটনায় উভয় পক্ষেই বিএনপি ও আওয়ামী লীগের কর্মী ছিল। ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। সেনাবাহিনীসহ আমরা ঘটনাস্থলে অবস্থান করছি। পরে বিস্তারিত জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *