ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সম্প্রতি তাদের মুদারাবা মান্থলি প্রফিট ডিপোজিট স্কিম (MMPDS)–এর হালনাগাদ মুনাফার হার ঘোষণা করেছে। এই স্কিমে গ্রাহকরা প্রতি মাসে নির্দিষ্ট অঙ্কের মুনাফা তুলতে পারেন।
মুনাফার হার (সেপ্টেম্বর ২০২৫)
৩ বছর মেয়াদে: বার্ষিক 10.75%
৫ বছর মেয়াদে: বার্ষিক 11.75%
৫ লক্ষ টাকা জমা রাখলে মাসিক আয়
৩ বছর মেয়াদে: মাসে আনুমানিক ৩,৮৬০ টাকা (উৎসে কর কাটার পর)
৫ বছর মেয়াদে: মাসে আনুমানিক ৪,১৬১ টাকা (উৎসে কর কাটার পর)
উল্লেখ্য, আয়কর সনদ (TIN) থাকলে উৎসে কর হবে ১০%, আর না থাকলে ১৫% কেটে নেওয়া হবে।
প্রয়োজনীয় কাগজপত্র
গ্রাহকের জাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স/জন্ম নিবন্ধনের ফটোকপি
গ্রাহকের ২ কপি পাসপোর্ট সাইজ ছবি
মনোনীত নমিনির জাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স/জন্ম নিবন্ধনের ফটোকপি
নমিনির ১ কপি ছবি
এসব কাগজপত্র জমা দিয়ে ইসলামী ব্যাংকের যেকোনো শাখায় গিয়ে একাউন্ট খোলা যাবে। প্রয়োজনে গ্রাহক চুক্তি ভেঙে আগেই টাকা তুলতে পারবেন, তবে সেক্ষেত্রে অতিরিক্ত দেওয়া মুনাফা সমন্বয় করে নেওয়া হবে।
Leave a Reply