free tracking

বিবাহিত মহিলাদের ‘মিসেস’ বলা হয় কেন? এর পূর্ণরূপ কী

দৈনন্দিন জীবনে এমন অনেক শব্দ আছে যেগুলো আমরা হামেশাই উচ্চারণ করে থাকি কিন্তু তার যে আক্ষরিক অর্থ রয়েছে সেগুলো অধিকাংশ মানুষই জানেন না। এরই মধ্যে তেমন একটি শব্দ রয়েছে যা আমাদের জীবনের সাথে বিশেষভাবে জড়িত।

আমরা শৈশব থেকেই এই শব্দটির সাথে পরিচিত এবং লিখতেও বা বলতেও ব্যবহার করে থাকি। আসলে এটি মায়েদের নাম নেওয়ার সময় অনেক সময় ‘মিসেস’ বলতে হয় কিন্তু এর পূর্ণরূপ কি তা অনেকেই জানেন না। এবার এই প্রতিবেদনের মাধ্যমে জেনে নিন যে মিসেস এর পূর্ণরূপ কী?

আপনি নিশ্চয় দেখে থাকবেন বিবাহিত মহিলাদের নামের প্রথমে ‘মিসেস’ শব্দটি ব্যবহার করা হয়, কিন্তু এর পূর্ণরূপ সম্পর্কে অনেকেই অবগত নন। আসলে অনলাইন সোশ্যাল প্ল্যাটফর্ম Quora-তে এ বিষয়ে একজন জানতে চেয়েছিলেন যে, বিবাহিত মহিলাদের ‘মিসেস’ বলা হয় কেন বা এর পূর্ণরূপ কী জানেন?

এই প্রশ্নের উত্তর দিয়ে অনেকেই নানান মতবাদ দেন। কেউ কেউ লেখেন ভদ্রলোককে বোঝানোর জন্য ইংরেজিতে ‘মিস্টার’ শব্দটি ব্যবহার করা হয়, যাকে সংক্ষেপে বলা হয় ‘Mr’। একইভাবে ওই ভদ্রলোকের স্ত্রীর জন্য ‘মিসেস’ শব্দটি ব্যবহৃত হয়।

যেহেতু, ভদ্রলোকের স্ত্রী স্ত্রী-লিঙ্গ, সেই হিসেবে মিস্ট্রেস বলা হয়। আর এই মিস্ট্রেস শব্দটির সংক্ষিপ্ত রূপ হচ্ছে মিসেস। যদিও মহিলাদের ক্ষেত্রে মিস্ট্রেস শব্দটি ব্যবহৃত হয় না। তবে অক্সফোর্ড বা কেমব্রিজ অভিধানে স্ত্রীর জন্য ব্যবহৃত মিসেস শব্দটিকে সংক্ষিপ্ত রূপ বলা হয়েছে। যাইহোক, Mrs-এর তেমন কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *