বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর এবার নতুন ভূমিকায় হাজির হচ্ছেন। গানের মঞ্চ কাঁপানো এই তারকা অংশ নিচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে। কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর হিসেবে ইতিমধ্যে অনুমোদন পেয়েছেন তিনি। এবার লক্ষ্য বিসিবি পরিচালকের পদে লড়াই করা।
গায়ক হলেও ভেতরে ভেতরে ক্রিকেটার আসিফ
অনেকেই জানেন না, আসিফ আকবর একসময় ছিলেন ক্রিকেটার। ঢাকার প্রথম বিভাগে ইয়ং পেগাসাসের হয়ে খেলেছেন তিনি। কুমিল্লা জিলা স্কুল থেকে শুরু করে ভিক্টোরিয়া কলেজ ক্রিকেট দলের অধিনায়কও ছিলেন। ক্রিকেটের সেই ভালোবাসা থেকেই এবার বোর্ড নির্বাচনে অংশ নিচ্ছেন বলে জানিয়েছেন আসিফ।
তিনি বলেন,
“কুমিল্লার ক্রিকেটের ঐতিহ্য ফিরিয়ে আনা আমার প্রথম কাজ। ছেলেমেয়েরা মাঠমুখী হচ্ছে না। মাদক আর কিশোর গ্যাং বেড়েছে। মাঠে খেলা ফিরিয়ে আনতে পারলেই সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।”অ্যাক্টিভওয়্যার
কুমিল্লা ও আশেপাশের জেলা নিয়ে পরিকল্পনা
আসিফ মনে করেন কুমিল্লা, নোয়াখালী, ফেনী, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়াসহ পুরো চট্টগ্রাম বিভাগে ক্রিকেট প্রতিভার অভাব নেই। সুযোগ পেলে এ অঞ্চলগুলোর ক্রিকেটের উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেছেন তিনি।
যুক্তরাষ্ট্র থেকে নির্বাচনে অংশগ্রহণ
বর্তমানে যুক্তরাষ্ট্রে টানা ১৪টি শো করছেন আসিফ। তবে এর মধ্যেই বিসিবি নির্বাচনকে গুরুত্ব দিচ্ছেন। ই–ব্যালটের মাধ্যমে ভোট দেবেন এবং ইতিমধ্যে কাউন্সিলরদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন তিনি।
নির্বাচনের প্রক্রিয়া
আজ (২৭ সেপ্টেম্বর) বিসিবি পরিচালক পদের মনোনয়নপত্র বিতরণ চলছে। আর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ কাল (২৮ সেপ্টেম্বর)। নির্বাচন জয়ী হলে বোর্ড পরিচালক হবেন আসিফ আকবর।
Leave a Reply