তিন তারকাকে বাদ দিয়ে ইংল্যান্ডের শক্তিশালী দল ঘোষণা!

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর ১৪ দিনের দিনের মধ্যেই শুরু হবে ইউরোপের জমজমাট ইভেন্ট ইউরো চ্যাম্পিয়নশিপ। আগামী ১৫ জুন জার্মানিতে বসবে টুর্নামেন্টটির এবারের আসর। ইউরোপের শ্রেষ্ঠত্বের এই লড়াকে সামনে রেখে ৩৩ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে ইংল্যান্ড। যে দলে নেই তিন তারকা ফুটবলার।

মঙ্গলবার (২১ মে) ৩৩ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেন ম্যানেজার গ্যারেথ সাউথগেট। দলে নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন পাঁচ জন। তারা হলেন, এভারটনের ডিফেন্ডার জ্যারার্ড ব্র্যাথওয়েট, লিভারপুলের মিডফিল্ডার কার্টিস জোন্স, লিভারপুলের ডিফেন্ডার জ্যারেল কোয়ানসা, ক্রিস্টাল প্যালেসের মিডফিল্ডার অ্যাডাম ওয়ার্টন ও বার্নলির গোলরক্ষক জেমস ট্র্যাফোর্ড।

তবে, দলে সবচেয়ে বড় চমক অভিজ্ঞ তিন ফুটবলার রাহিম স্টার্লিং, মার্কাস র‌্যাশফোর্ড ও হেন্ডারসনের সুযোগ না পাওয়া। ২০১৮, ২০২২ বিশ্বকাপ ও ২০২১ ইউরোতে দলের সঙ্গে ছিলেন র‌্যাশফোর্ড। তবে, চলতি মৌসুমে ম্যানইউর জার্সিতে ছন্দে ছিলেন না তিনি। প্রিমিয়ার লিগে গত মৌসুমে ৩৩ ম্যাচে মাত্র ৭ বার গোলের দেখা পান র‌্যাশফোর্ড। এমন ছন্দহীনতার কারণেই মূলত বাদ পড়েছেন তিনি। একই কারণে বাদ হেন্ডারসনও।

ইউরোয় ইংল্যান্ডের প্রাথমিক স্কোয়াড:

গোলরক্ষক: ডিন হেন্ডারসন, জর্ডান পিকফোর্ড, অ্যারন রামসডেল, জেমস ট্র্যাফোর্ড

ডিফেন্ডার: জ্যারার্ড ব্র্যাথওয়েট, লুইস ডানক, জো গোমেজ, মার্ক গুয়েহি, এজরি কোনসা, হ্যারি ম্যাগুয়ার, জ্যারেল কোয়ানসা, লুক শ, জন স্টোনস, কিয়েরান ট্রিপিয়ার, কাইল ওয়াকার।

মিডফিল্ডার: ট্রেন্ট আলেক্সান্দার-আরনল্ড, জুড বেলিংহাম, কনর গ্যালাগার, কার্টিস জোন্স, কোবি মাইনু, ডেকলান রাইস, অ্যাডাম ওয়ার্টন।

ফরোয়ার্ড: জ্যারড বাওয়েন, এবেরেসি এজি, ফিল ফোডেন, অ্যান্থনি গর্ডন, জ্যাক গ্রিলিশ, হ্যারি কেইন, জেমস ম্যাডিসন, কোল পালমার, বুকায়ো সাকা, ইভান টনি, ওলি ওয়াটকিনস।