free tracking

ব্যালন ডি’অর ২০২৪: কোথায় অবস্থান মেসি-রোনালদো-হালান্ড-এমবাপ্পের

ফুটবলারদের ব্যক্তিগত সর্বোচ্চ মর্যাদার পুরস্কার ব্যালন ডি’অর। ট্রফিটি পাওয়া যেকোনো খেলোয়াড়ের জন্যই সম্মানজনক। গত দেড় যুগ ধরে ট্রফিটি নিজেদের করে নিয়েছিলেন লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। ২০২৪ ব্যালন ডি’অর পাওয়ার দৌড়ে মেসি-রোনালদোর পাশাপাশি বেশ ভালোভাবে এগিয়ে রয়েছেন হালান্ড-এমবাপ্পেরা।

বিশেষ ট্রফিটি রেকর্ড আটবার নিজের ঝুলিতে পুরেছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। তারপরেই রয়েছেন পর্তুগিজ অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। এ দুজনের বয়স হয়ে গেছে, তারা রয়েছেন ক্যারিয়ারের সায়াহ্নে। ইতোমধ্যে এ দু’জন ইউরোপকে বিদায়ও জানিয়েছেন। একজন মাতাচ্ছেন সৌদি প্রো লিগ, আরেকজন মাতাচ্ছেন যুক্তরাষ্ট্রের এমএলএস।

বরাবরের মতো এবারও একাধিক ফুটবলার ব্যালন ডি’অর জয়ের দৌড়ে রয়েছেন। স্বাভাবিকভাবেই শত শত কোটি ফুটবলপ্রেমীর কৌতূহল, ২০২৪ সালে কে পেতে যাচ্ছেন সম্মানজনক পুরস্কারটি।

জনপ্রিয় ফুটবলবিষয়ক ওয়েবসাইট গোলডটকমের জরিপে ব্যালন ডি’অর জয়ের লড়াইয়ে সবার চেয়ে এগিয়ে রয়েছেন রিয়াল মাদ্রিদের জুড বেলিংহাম। রিয়াল মাদ্রিদের এই ইংলিশ তারকা ২০২৩-২৪ মৌসুমে ২৪ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ১৩টি গোল। সেই সঙ্গে ঝুলিতে পুরেছেন সুপার কোপা ও লা লিগা শিরোপা। রয়েছেন উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয়ের কাছাকাছি।

আগের তালিকায় তিনে থাকা পিএসজির কিলিয়ান এমবাপ্পে উঠে এসেছেন দুইয়ে। ফরাসি এই তারকা পিএসজির জার্সিতে ধারাবাহিকভাবে পারফর্ম করে যাচ্ছেন। যদিও চলতি মৌসুম শেষে রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার পথে রয়েছেন তিনি। এখন পর্যন্ত তিনি ৪৯ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ১৭টি গোল। সেই সঙ্গে জিতেছেন ট্রফি দেস চ্যাম্পিয়ন ও লিগ ওয়ান শিরোপা।

উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে খেলা বায়ার্ন মিউনিখের ইংলিশ তারকা হ্যারি কেইন উঠে এসেছেন তৃতীয় স্থানে। তিনি ৪৮ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ১৩ গোল। সেই সঙ্গে চারে উঠে এসেছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। তিনি ২০২৩-২৪ মৌসুমে ২১ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ১১টি গোল। এ ছাড়া ঝুলিতে পুরেছেন সুপার কোপা ও লা লিগা শিরোপা। সেই সঙ্গে রয়েছেন উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয়ের কাছাকাছি।

পঞ্চম স্থানে রয়েছেন আগের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির ফিল ফোডেন। তিনি গত মৌসুমে ম্যানসিটির হয়ে ট্রেবলজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন। ২০২৩-২৪ মৌসুমে ২৫ গোল করেছেন তিনি। পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ১১টি গোল। জিতেছেন ক্লাব বিশ্বকাপ ও উয়েফা সুপার কাপ।

গোলডটকমের শীর্ষ ২০ জনের তালিকায় লিওনেল মেসির নাম থাকলেও জায়গা হয়নি ক্রিশ্চিয়ানো রোনালদোর। তবে তাদের ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনা নেই বললেই চলে। মেসি আগের তালিকায় ২০তম স্থানে থাকলেও নতুন তালিকায় উঠে এসেছেন ১৬তম স্থানে। ইন্টার মায়ামিতে খেলা মেসি ২৩ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ১৫টি গোল। সেই সঙ্গে ঝুলিতে পুরেছেন লিগস কাপের শিরোপা। অন্যদিকে, ইনজুরির কারণে লম্বা সময় মাঠের বাইরে থাকা নেইমারের জায়গা হয়নি এ তালিকাতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *