আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বর্তমান অবস্থান নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে। তিনি কোথায় আছেন সঠিক বলতে পারছে না কেউ। কয়েকটি সূত্র বলছে, তিনি ভারতের নয়াদিল্লিতে অবস্থান করছেন। তবে অপর একটি সূত্র বলছে, তিনি সিঙ্গাপুর রয়েছেন।
গত শনিবার থেকেই দেখা যাচ্ছে না আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে। রোববারও ওবায়দুল কাদের খোঁজ পাওয়া যায়নি। রাজনৈতিক মহলের প্রশ্ন উঠেছে ওবায়দুল কাদের কোথায়? জানা গেছে, শেখ হাসিনার একদিন আগেই দেশ ছাড়েন তিনি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে প্রচণ্ড চাপের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর ভারতের রাজধানী দিল্লিতে গেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সেখান থেকে যুক্তরাজ্য যাওয়ার কথা রয়েছে তার।
Leave a Reply