ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) মোহাম্মদ হারুন অর রশীদ জানিয়েছেন, তিনি দেশেই আছেন এবং তাকে কেউ আটক করেননি।
মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে দেশের বিভিন্ন গণমাধ্যমকে এ তথ্য জানান। এর আগে এয়ারপোর্ট থেকে আটক হয়েছেন সেনাবাহিনীর হাতে এমন খবর ছড়িয়ে পড়েছে ফেসবুকে।
হারুন অর রশীদ আরও বলেন, আমি সকালে অফিস গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখি কেউ নেই, পরে আমি বাসায় চলে এসেছি।
তিনি আরও বলেন, আপনারা (সংবাদকর্মীরা) বলছেন আমি এয়ারপোর্ট থেকে ফিরে আসছি! এ ধরনের কিছু বলছেন না-কি? আমি কালকে কেমনে যাব? গতকালই তো ফ্লাইট বন্ধ ছিল। ফ্লাইট তো আজকে থেকে শুরু হয়েছে। তা আমি কালকে কীভাবে যাবো? এটা তো রিউমার!
Leave a Reply